ব্রেকিংঃ

পূর্ব ইলিশার চেয়ারম্যান না হয়ে ও চেয়ারম্যানের কাজ করছেন মানবতাপ্রেমী ছোটন।।

এম রহমান রুবেল।।
ভোলা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন তার মধ্য পূর্ব ইলিশা ইউনিয়নটি একটি গুরুত্বপূর্ন ইউনিয়ন।
এই ইউনিয়ন টি এক সময় আঃলীগর প্রান আর দূর্গ বলে পরিচিত ছিলে।
ইউনিয়নটিতে নির্বাচনের মধ্যে দিয়ে একজন চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন।
চেয়ারম্যান নির্বাচিত হয়েও চেয়ারম্যান এর দায়িত্ব পালনে ব্যার্থ হাসনাঈন আহমেদ।

স্থানীয় ভোটারেরা জানান হাসানাঈন আহমেদ চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি জনগনের কোন খবরা খবর রাখেন এবং জনগনের কোন দূর্ভোগ ও বিপদের সময় কাছে পাওয়া যায় না এই চেয়ারম্যান কে।
স্থানীয়দের দাবি ইউনিয়নটি নদী তীরবর্তি হওয়ায় নদীর পাড়ের মানুষগুলো সব সময় আতংকে দিন কাটতে হয়।
কিন্তু চেয়ারম্যান তাদের কোন খবরা খবর রাখে না তারা দাবি জানান ওনি একজন অযোগ্য চেয়ারম্যান তিনি জনবিচ্ছিন্ন প্রতিনীধিতে পরিনত হয়েছেন।

নুর ইসলাম জানান, আমরা আমাদের দুর সময় জনগনের দূর্ভোগে স্থানীয়দের আপদ বিপদে যাকে কাছে পেয়েছি যার নিজস্ব অর্থায়নে হয়েছে অসংখ্য উন্নয়ন তিনি চেয়ারম্যান না হয়ে ও চেয়ারম্যানের সকল কাজ করে যাচ্ছেন আঃলীগ নেতা তরুন উদয়মান জনসেবক মানবতাপ্রেমী চাঁদাবাজ, মামলাবাজ, ভুমিদস্যু, ইভটেজার, মাদকাসক্তদের আতংক পূর্ব ইলিশা জনগনের আপনজন আনোয়ার হোসেন ছোটন।

ছোটন এর সাথে একান্ত সাক্ষাৎতে তিনি প্রতিবেদক কে জানান, জনগনের সেবা করতে হলে চেয়ারম্যান হওয়া লাগে সেবার মন থাকলে মানুষের সেবা করা যায়।
তিনি বলেন, সেবা সব সময় করা যায় যদি সেবা করার মন মানুষিকতা থাকে।
ছোটন বলেন, দলের বাহিরে কখনো যাইনি আর ভবিষৎতে ও যাবো না।
দল আমাকে নমিনেশন দিলে দল থেকে নির্বাচন করবো দলের সেবা করে জনগনের পাশে আপদ বিপদে তাদের সাথে থাকার জন্য।
যদি আগামিতে দল নমিনেশন দেয় দলের মানুষদের নিয়ে পূর্ব ইলিশা ইউনিয়ন আঃলীগ কে সাথে করে আঃলীগকে দূর্ঘ করে তুলবো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।