আজ আবার করোনায় মৃত্যু ৫৪, আক্রান্ত ২৫১৯।
এম জামিল হোসেন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২ জনের। এ ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৫১৯ জন।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।
এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।