ব্রেকিংঃ

ভোলার উত্তর দীঘলদিতে দিন মজুরের স্ত্রীর দুই পা ভেঙ্গে দিয়েছেন প্রতাপশালি জামাল।।

স্টাফ রিপোটার।।

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিনমজুর রিস্কা চালকের স্ত্রীর পা ভেঙ্গে দিয়েছে বর্তমান ওয়াড মেম্বার জামাল উদ্দিন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় উত্তর দিঘলদী ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রিস্কাচালকের স্ত্রী হাজেরা বেগম (৩৫) বলেন, আমার ছেলে আকবার জামাল মেম্বারের বাড়ীতে রাজ মিস্ত্রির কাজ করত। মঙ্গলবার কাজ শেষে সন্ধ্যা ৬টার দিকে আকবর বাড়ী আসতে চাইলে বার্তি কাজ কারার জন্য মেম্বারের সাথে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে জামাল মেম্বার আমার ছেলে কে মারধর করার হুমকি দিলে, আকবার এসে আমাকে ঘটনা খুলে বললে, আমাদের এলাকার মুরব্বী সিরাজ খাঁন কে বিষয়টি জানিয়ে আমরা বাড়ী আসার পথে হঠাৎ মেম্বার জামাল তার পালিত ক্যাডার বাহিনী নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে আমাকে পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয় এসময় জামাল মেম্বার আমার স্বামী ও ছেলেকে পিটিয়ে এলাকা ছাড়া করে আমার পড়নের কাপড়চোপড় ছিড়ে স্মীলতা হানী কারে। অন্যদিকে জামাল মেম্বার ও তার ক্যাডার বাহিনী আমার পড়নে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। আহত হাজেরার মেয়ে আসমা বলেন, জামাল মেম্বারের অনেক ক্ষমতা তার ভয়ে এলাকার কেউ কথা বলে না, আমার বাবা রিস্কা চালক এখন আমার মায়ের চিকিৎসা করাবো কিভাবে ? কান্নাজড়িত কন্ঠে আসমা তার মায়ের উপর হামলার ঘটনায় মেম্বার জামালের দৃষ্টান্তমূলক স্বাস্থি দাবী করে। এই বিষয়ে অভিযুক্ত জামাল মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে মোবাইল ফোন কেটে দেয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।