ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি:প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা রাজনীতি করে তাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে।
রবিবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নারীদের জন্য আলাদা ভবন এবং বিশটি ফায়ার স্টেশনসহ অন্যান্য সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে। তবে ২০০৭ সালে যেটা হয়েছে, ক্ষমতা ছাড়াও সবার আগে কিন্তু আমাকেই গ্রেফতার করা হয়েছিলো। কাজেই সেটা আমরা জানি, রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। আর এ জন্য আমরা কারাগারগুলো উন্নত করে যাচ্ছি। কেন্দ্রীয় কারাগারে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
মামলার রায় বাংলায় ছাপাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘মামলার রায় ইংরেজিতে বের হয়, সেটাকে বাংলা করে ছাপানোর ব্যবস্থা করা হচ্ছে।
ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রত্যেক আইন ডিজিটালাইজ করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব কাজ যেন আরও সুন্দরভাবে-সুষ্ঠুভাবে হয়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।