ব্রেকিংঃ

আপনি রাগ হয়ে বললেন, ” মর তুই “, ফেরেশতারা বলল “আমিন”

আপনি রাগ হয়ে বললেন, ” মর তুই “, ফেরেশতা বলল “আমিন”
আপনি রাগ হয়ে বললেন, ” তোর ভবিষ্যৎ অন্ধকার “, ফেরেশতা বলল “আমিন”
আপনি রাগ হয়ে বললেন, ” তোর মুখ দেখতে চাই না “, ফেরেশতা বলল “আমিন”
আপনি রাগ হয়ে বললেন, ” জীবনে স্বামীর ভাত খাইতে পারবি না “, ফেরেশতা বলল “আমিন”
আপনি রাগ হয়ে বললেন, ” মরার সময় তো পানি পাবি না “, ফেরেশতা বলল “আমিন”
আপনি রাগ হয়ে বললেন, ” তুই তো ফেল নিশ্চিত “, ফেরেশতা বলল “আমিন”
আপনি রাগ হয়ে বললেন, “আমার লাশ দেখবি “, ফেরেশতা বলল “আমিন”
….
আপনিই তো সেই মানুষ, যে সন্তানকে যে ভাবে ভালোবাসেন এর চেয়ে বেশি ভালো জীবনে বাসেন নি কাওকে, নিজেকেও না।
আপনিই তো সেই মানুষ, যার চেয়ে আন্তরিক দু’য়া এই পৃথিবীততে কেউ করবে না তার জন্যে, সে নিজেও না।
এম্নিতেই মানুষের সব কথার শেষে ফেরেস্তা রা আমিন আমিন বলেন। আর সন্তানের জন্য বাবা মা’র মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ মারাত্মক শক্তিশালী মিসাইল একেক টা।
আসুন এর মর্যাদা বুঝি, এর অপব্যবহার না করি।
খুব কস্ট পাই অনেক বাবা মা’র ভাষা শুনে, অবাক হই, এদের কেও আল্লাহ্ সন্তান দেন।
হ্যা, সন্তান অন্যায় করেছে, কিন্তু মা-বাবা হিসেবে এ ধরনের ভাষা ব্যবহার না করে আসুন বলি,
“আল্লাহ তোমাকে হিদায়াত দিন, আমার জন্য চক্ষু শীতলকারি বানান।”
অথবা বলতে পারেন
আল্লাহ তোমাকে ওমর (রা) মত বানান।
আল্লাহ তোমাকে আয়েশা (রা) মত বানান।
আল্লাহ তোমাকে কাবা ঘরের ইমাম বানান।
আল্লাহুম্মা আমীন!📷
রাগের সময়ও আমাদের কথা বলা অভিশাপ দেওয়া এগুলো আল্লাহ কবুল করেন।
তাই যখনি বুঝবেন কোন কিছুতে রাগ উঠে যাচ্ছে মেজাজ এর টেম্পারেচার বাড়ছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তখনি
ﺃﻋﻮﺫ ﺑﺎﺍﻟﻠﻪ ﻣﻦ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺍﻟﺮﺟﻴﻢ …..
‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’
মনে মনে পড়তে থাকবেন দেখবেন নিজের প্রতি নিজের কন্ট্রোল চলে এসেছে ইন-শা-আল্লাহ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।