অধিকাংশ মেয়েরা হুজুর ছেলেদের বিয়ে করতে রাজি না।।
অধিকাংশ মেয়েরা হুজুর ছেলেদের বিয়ে করতে রাজি হয়না। নিম্মোক্ত
কারণ থাকতে পারেঃ-
👉১। হুজুর ছেলেদের লম্বা লম্বা দাড়ি থাকে।
👉২। হুজুর ছেলেদের আন-স্মার্ট মনে করে।
👉৩। হুজুর ছেলেরা সিগারেট খায় না।
👉৪। হুজুর ছেলেরা শালিকা বা ভাবীর সাথে রসিকতা
করে
না।
👉৫। রাস্তা-ঘাটে কুকুরের মতো বেহায়া
মেয়েদের
সাথে
প্রেমের নামে নোংরামী করে না।
👉৬। নিজের বউকে পতিতার মতো ফেসবুক নামে
বাজারের
পোষ্টার বানায় না।
👉৭। হুজুর ছেলেরা নিজেদের ঘরে রঙ্গিন
টেলিভিশন
(বউয়ের জন্য বিকল্প স্বামী) রাখে না।
👉৮। হুজুর ছেলেরা স্টার জলসার বিরুদ্ধে কথা বলে।
যে
স্টার জলসা ঐ টাইপের মেয়েদের জন্য স্বামীর
থেকেও
মূল্যবান (যারা স্বামী ছাড়তে পারে স্টার জলসা নয়)।
👉৯। হুজুর ছেলেরা বউকে ঘরে পর্দায় থাকতে
বাধ্য
করে।
👉১০। নিজের বউয়ের সাথে কোন ছোট ভাই বা
বন্ধুদের
আড্ডা দিতে দেয় না।
👉১১। হুজুর ছেলেরা বউদের নিয়ে কনসার্ট বা
পহেলা
বৈশাখের মেলায় নিয়ে যায় না।
👉১২। হুজুর ছেলেরা নিজের বউকে একা একা
মার্কেট
করতে দেয় না।
👉১৩। হুজুর ছেলেরা তার মা বাবা স্থানে মা বাবা এবং
বউয়ের
স্থানে বউ কে খুব বেশী ভালোবাসে সে কারণে অনেক
মেয়ে সহ্য করতে পারেনা।
*
আরো অনেক কারণ থাকতে পারে, এখানে শুধু
কয়েকটি
কারণ তুলে ধরা হলো …তবে আলহামদুলিল্লাহ ভাল
কিছু
মেয়ে আছে যারা হুজুরদের কে অনেক সম্মান করে
এবং
হুজুরদের কে জীবন সাথী হিসাবে পাওয়ার জন্য
আল্লাহর
কাছে প্রতিনিয়ত দো’আ করেন, আর তারাই অনেক
সুখী
♦…ভালো কোন আলেম মানুষকে জীবন সঙ্গি করেন…..দেখবেন অল্প টাকাতেই কত সুখ আর আনন্দ…….. আর পরকালে তো আছেই.জান্নাত..♦
কোনো ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন🙏