ভাষা সৈনিক শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।।
এম রহমান রুবেল।। মহান আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস ২১ ফেব্রুয়ারীতে যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে মায়ের ভাষা ও রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জানিয়েছেন ভোলা সদর উপজেলা পরিষদের জনপ্রিয় ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
ভাষা শহীদ উপলউপলক্ষে গণমাধ্যমকে তিনি জানান ‘১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা জীবনের পড়োয়া না করে বীরের বেশে মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার দাবীতে মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত করেছিলেন। এবং সেদিন নিজের জীবনকে উৎসর্গ করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা।
আসুন ভাষা শহীদদের ও ভাষাকে শ্রদ্ধা দেখিয়ে আজ আমরা দৃপ্ত কন্ঠে শপথ করি, আমরা সবাই সঠিক বানান, সঠিক উচ্চারণ ও সঠিক ভাবে ভাষার ব্যবহারে সচেষ্ট থাকব। ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলবো