ব্রেকিংঃ

ভোলার বাপ্তা হাজিরহাটে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ।।

মোঃ আরিফ হোসেন।।

ভোলার বাপ্তা ইউনিয়নের হাজিরহাটে বাসার সামনে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে একই বাড়ির ভিতর দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
সংঘর্ষে উভয়ই পক্ষের অন্তত আহত হন ৮ জনের মত।
আহত দুই গ্রুপের ৮ জন কে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহত মনির জানান গত ২ জুলাই শুক্রুবার বিকালে বাসার সামনে কে বা কারা আড্ডা দিছে নাম পরেছে আমার ছেলে রাজিব এর আমার ছেলে রাজিব গিয়াস উদ্দিন এর সাথে তর্ক করলে তার পরের দিন গিয়াস উদ্দিন ও ঐ জের ধরে তার ছেলে জোবায়ের আলম দোলন সহ আরো কয়েকজন মিলে আজ অতর্কিত ভাবে আমাদের বাপ ছেলের উপর হামলা করলে আমার স্ত্রী ও তাদের লাঠির আঘাতে আহত হই।
তারা আমাদের মারতে গেলে আমরা ঠেকাইলে তাদের লাঠির আঘাতে তারা ও আহত হয়।
এই ঘটনায় আমরা মামলা করবো মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি।
এব্যাপারে গিয়াসউদ্দিন জানান,প্রতিদিন বাসার সামনে রাজিব সহ অনেক ছেলে আড্ডা দেয় আমি ডাক দিলে রাজিব আমার উপর চওড়া হয়।
ওয়াড মেম্বার ফারুক জানান বিষটি একদম তুচ্ছ এই ঘটনায় দুই গ্রুপের লোকজন ই আহত হয়েছে আমি চেয়ারম্যান এর নির্দেশে তাদের দেখতে হাসপাতালে গেঁছি এবং উভয়কে শান্ত থাকার জন্য আহ্বান করছি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন বলেন আমাদের কাছে অভিযোগ আসলে উভয়ের দিক বিবেচনা করে সুষ্ঠ তদন্ত সাপেক্ষ আইনুগ ব্যবস্থা গ্রহন করবো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।