ব্রেকিংঃ

ভোলায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম করছে দূর্বৃত্তরা।।

স্টাফ রিপোটার।।
ভোলায় নিষিদ্ধ মরণ নেশা মাদকের প্রতিবাদ করতে গেলে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩০/১৬৬। তবে পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। থানার মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোলা পৌরসভা ২নং ওয়ার্ডের (গাজীপুর রোড) মৃত শাহে আলম চৌধুরীর ছেলে একাধিক মাদক মামলার আসামী গোলাম রাব্বানী কাজল চৌধুরী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক সেবন ও বিক্রি করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে আসছে। যার করণে ওই এলাকার যুব সমাজ দিনে দিনে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। কাজলের অব্যাহত অপকর্ম বন্ধের দাবীতে সম্মিলিত এলাকাবাসীর সাথে প্রতিবাদ নামে গোলাম মোস্তফা চৌধুরী। পরবর্তিতে এ বিষয়টি আগাতে থাকে সামনের দিকে। গত ১০মার্চ ২০২২ইং তারিখ বিকেল ৩টার দিকে মাদকের বিষয় নিয়ে কাজরে সাথে বাক বিতন্ড হয় গোলাম মোস্তফা চৌধুরীর সাথে। এর রেশ ধরে গোলাম মোস্তফার বড় ধরণের ক্ষতি করার জন্য ষড়যন্ত্রের জাল বুনতে থাকে কাজল চৌধুরী। ১০ মার্চ রাত ১১টার দিকে মোস্তফা চৌধুরীর বড় ছেলে মাহমুদুল হাসান শাওন ভোলা শহর থেকে বাসায় যাবার পথে কাজল চৌধুরীর বাসার সামনে পূর্ব থেকে উৎ পেতে থাকা গোলাম রাব্বাানী কাজল চৌধুরী, মোঃ শিপন, আরজু বেগম, মালিহাসহ ৮/১০জনের একটি সন্ত্রাসী দর দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শাওনকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। এসময়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শাওনের মাথায় এলোপাথারী কোপায়। অন্যদিকে সন্ত্রাসীরা শাওনের পকেটে থাকা ১৪ হাজার টাকা ও গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শাওন হাসপাতালের ৩নং কেবিনে আসংখ্যা জনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, আহতের বাবা মোস্তফা চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।