ব্রেকিংঃ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন ভোলার কৃতি সন্তান প্রফেসর তপন কুমার সরকার।।

স্টাফ রিপোটার।।

প্রথমবারের মত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়ে আমাদের ভোলাকে সম্মানিত করলেন ভোলার কৃতি সন্তান প্রফেসর তপন কুমার সরকার।
ভোলার উত্তর দীঘলদীর ঘুইংগার হাট বাজারের সরকার বাড়ীর প্রয়াত গোপাল সরকার ও প্রয়াত ফুলুরানী সরকার এর পুত্র প্রফেসর তপন কুমার সরকার ঢাকা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান হয়ে আমাদেরকে গর্বিত করেছেন। কৃতি এ শিক্ষাবিদ জয়নগর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ভোলা সরকারী কলেজ হতে এইচএসসি ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞানে সম্মান সহ স্নাতোকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৪ তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের গর্বিত সদস্য হিসেবে প্রভাষক পদে ১৯৯৩ সালে ঝালকাঠি সরকারী কলেজে যোগ দেন। সেখান থেকে নরসিংদী সরকারী কলেজে বদলী হয়ে কিছুকাল চাকুরী করেন। ২০০১ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে তিনি ভোলা সরকারী মহিলা কলেজে যোগ দেন। সেখান থেকে বদলী হয়ে তিনি টংগী সরকারী কলেজে আসেন। ২০০৯ সালে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগ দেন। ২০১০ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০১৬ সালে তিনি একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পান। ২০১৮ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান এবং ২০১৯ সালে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের সচিব নিযুক্ত হন। সর্বশেষ চলতি ২০২২ সালের ১৬ মে তিনি মর্যাদার ঢাকা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ পদ চেয়ারম্যান হয়ে আমাদের ভোলাকে সম্মানিত করলেন।
পারিবারিক জীবনে তাঁর সহধর্মিনী মিসেস মীনা দে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক, কন্যা প্রনমী সরকার অর্থনীতি বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বর্ষের শিক্ষার্থী আর পুত্র অর্পণ সরকার চলতি বছর নটরডেম কলেজ হতে এইচএসসি গোল্ডেন জিপিএ ৫ সহ উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।