ব্রেকিংঃ

ভোলার পশ্চিম ইলিশায় জমি দখল কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ।।

স্টাফ রিপোটার।।

ভোলার পশ্চিম ইলিশা সদুর চরে জমি দখল কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গ্রুপের ৬ জন নারী পুরুষ আহত হয়।
আহতের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

৩০ নভেম্বর বুধবার সকালে সদুর চর নামক ৯ নং ওয়াডে সাদেক দালালের বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত সুমা জানান,আমরা আজ থেকে দীর্ঘ ২০ বছর ধরে আমাদের বাড়ির সামনের জমিটি ভোল দখল করে আসছি।
এই জমিটি ছিল পুকুরের মত সেই পুকুর টি আমার বাবা বালি দিয়ে ভর্তি করেছেন।
এখন পুকুর টি ভর্রাট দেখায় আমাদের বিপক্ষ পাটি তারা জোর দবল করে জমি টি দখল করতে আসলে আমরা সেখানে বাধা দেই।
বাধাঁ দিলে কাশেম সর্দার পূর্ব প্রস্তুতি নিয়ে লাঠি সোডা দা দিয়ে আমাদের উপর হামলা করে।
সেই হামলায় আমি সুমা বেগম, ফারভেজ,রাজুফা বেগম সহ আমাদের পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করে। আমরা এখন সদর ভর্তি হয়ে চিকিৎসাধীন।

অ়ভিযুক্ত কাশেম সর্দার জানান ঐ জমিটি আমাদের আমরা এই জমির পরিবর্তে অন্য জায়গা দিয়ে খাইতাম কিন্তু যখন জমি মাপঝোপ হয় স্থানীয় মেম্বার সহ তখন আমরা এখানে তিন শতাংশ জমি পাই।
জমির কাছে গিয়ে কাপলা গাঁছ দিয়ে সিমানা দিতে গেলে তারা ও আমাদের সাথে খারাপ আচরন করেন এবং আমাদের উপর হামলা করেন আমাদের পরিবারের ও তিন জন ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় ইউপি সদস্য কাশেম জানান তারা উভয় একে অন্য জন আত্নীয় স্বজন আমরা জমিটি মাপ ঝোপ করে একটি সুষ্ঠু সমাধান করে দিবে বলে সিমানা নির্ধারন করে দিয়েছি।
তার ভিতরেই আজ দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষ উভয় গ্রুপের লোকজন ই আহত হয়। তবে ফারবেজগংরা একটু বেশি আহত হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির জানান আমি এখনো কোন ,অভিযোগ হাতে পাই নাই পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।