ব্রেকিংঃ

জন্মদিনে পথ শিশুদের নিয়ে কেক কাটলেন সোহরাব হোসেন ডলার।।

জনতার বাণী ডেক্সঃ

১০ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার ছিলো এসপি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন ডলারের জন্মদিন।

জন্মদিন উপলক্ষে এই দিনটিতে পথশিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন সোহরাব।

তিনি দ্বাদশ শ্রেণীর চরফ্যাশন সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি পড়াশোনার পাশাপাশি কবিতা লিখতেও ভালবাসেন , তার লেখা কিছু কবিতা খুব জনপ্রিয় হয়েছে, ( আমি চাষী/ লাল সবুজ / বৃষ্টির প্রভাব / স্বাধীন মুজিব / স্বাধীন জন্মভূমি ) ইত্যাদি । সেই সাথে, মানবতার সেবাও নিজেকে বিলিয়ে দিয়েছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থে। সারা বাংলায় তিনি মানবতার ফেরিওয়ালা নামে ক্ষ্যাতি অর্জন করেছেন। তার আনন্দের সকল মুহূর্তগুলো যেন পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগাভাগি করতে পছন্দ করেন। গতকাল ১০ ফেব্রুয়ারী তার জন্মবার্ষিকীতেও নিজের আনন্দ গুলোকে পথশিশু দের সাথে ভাগাভাগি করেছেন। সেই মানবিক ফেরিওয়ালা এস পি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সোহরাব হোসেন ডলার জানান, আমার আল্লাহর কাছে একটাই চাওয়া , যে জীবনের বাকিটা সময়ও যেনো হাজারো রাজা রানীদের ( পথশিশু) নিয়েই যেনো আমার জীবনের আনন্দ গুলোকে উৎযাপন করতে পারি ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।