ব্রেকিংঃ

ভোলায় আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্সের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ।।

মোঃ রাসেল পালোয়ানঃ(সদর উপজেলা প্রতিনিধি)

ভোলায় আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূর মোহাম্মদ হোসাইনি। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ¦ মিয়া মোহাম্মদ ইউনুস, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ¦ আবদুল কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে জনাব, নূর মোহাম্মদ হোসাইনি বলেন, এখানে মূল উদ্দেশ্য হলো শিক্ষার আলোকে ছড়িয়ে দেয়া। আমরা অনেক দিক দিয়ে মানুষের উপকার করতে চেষ্টা করি।কিন্তু শিক্ষার দিক দিযে যদি উপকার করি সেটা হবে সবচেয়ে বড় উপকারি দিক। আল্লাহ ব্রেইন যেমন দিয়েছেন তেমন খাটাতেও হবে। এজন্য বসে থাকা যাবেনা চেষ্টা করতে হবে।
আলহাজ¦ মিয়া মোহাম্মদ ইউনুস বলেন, এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো- এরা একদিকে যেমন কুরআনের হাফেজ হবে অন্য দিকে ডাক্তার, ইঞ্জিনিয়ারও হবে।
আলহাজ¦ আবদুল কুদ্দুস বলেন, ভোলা তথা সারা দেশে যত ভালো প্রতিষ্ঠান আছে ঐ প্রতিষ্ঠানের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এখানে হিফজের পাশাপাশি জেনারেল শিক্ষার ব্যবস্থাও আছে।
সভাপতির বক্তব্যে আলহাজ¦ মোহাম্মদ ইউনুস বলেন, এই প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও প্রদান করা হয়। নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে সমাজকে মাদকমুক্ত করতে হবে। এজন্য শুধু সরকারের ভ’মিকাই মুখ্য নয়; জনগণকেও এগিয়ে আসতে হব্।ে এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে তারা সকলেই ভালো রেজাল্ট করে, বৃত্তি পায়। তাই যারা দায়িত্বশীল রয়েছেন তারা এদিকে খেয়াল রাখবেন। আপনারা এখানে মহৎ উদ্দেশ্যে কাজ করছেন এটা যেমন মানবিক দিক দিয়েও শ্রেষ্ঠ কাজ; তেমনি ধর্মীয় দিক দিয়েও শ্রেষ্ঠ কাজ।
এছাড়াও অন্যান্য অতিথিগণ বক্তব্য রাখেন এবং অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিরেন কাজী শহীদুল ইসলাম ও হাফেজ মিজানুর রহমান। অনুষ্ঠানের শেষে হাফেজ মিজানুর রহমান মুন্সী দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।