ব্রেকিংঃ

ভোলায় খেলাফত মজলিসের আয়োজনে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ।।

আশিকুর রহমান শান্ত।।খেলাফত মজলিস ভোলা পৌর শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাউল, ডাল, তেল সহ নিত্য পণ্যের লাগামহীন মূল বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও সমাবেশ এর আয়োজন করেন।বৃহস্পতিবার (২৩ মার্চ) মাহে রমজান কে স্বাগত জানিয়ে আছর বাদ শহরের বোডিং মসজিদের সামনে হতে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।ভোলা পৌর শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন,খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সভাপতি মাওঃ আবূ জাফর আব্দুল্লাহ। খেলাফত মজলিস ভোলা সদর উপজেলা শাখার সভাপতি মাও:ৎমোঃ শিব্বির আহমেদ ওসমানী। খেলাফত মজলিস ভোলা পৌর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ছাবেদ হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুল কাদের,‌ ভোলা সদর উপজেলার বায়তুলমাল সম্পাদক মাওঃ মোঃ ইসমাইল হোসেন জাবেদ, শহর ছাত্র মজলিসের সভাপতি মোঃ নাইম হোসেন সহ আরো উপস্থিত ছিলেন ছাত্র মজলিস ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, যেখানে গোটা পৃথিবীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নৃত্য পণ্যের দাম কমানো হয়। অথচ বাংলাদেশে তার পুরোপুরি উল্টো চিত্র, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় রমজান মাস এলেই বাংলাদেশে চাল, ডাল, তেল সহ সকল প্রকার নিত্য পণ্যের দাম বৃদ্ধি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে অন্যের কৃত্রিম সংকট তৈরি করে। এই কৃত্রিম সংকট তৈরি করে প্রতিটি পণ্যের মূল্য দ্বিগুণ বৃদ্ধি করে যা অত্যন্ত নেককারজনক কাজ। আমরা আশা করব সরকার অতি দ্রুত রমজান মাস উপলক্ষে এই কৃত্রিম সংকট তৈরি করা ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতর নিয়ে আসবেন।বক্তরা আরো বলেন, রহমত মাগফিরাত নাজাত এর পয়গাম নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান ২০২৩ এ জন্য ভোলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান দিনের বেলায় সব ধরনের হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য। অশ্লীল বেহায়াপনা পরিত্যাগ করতে হবে খাবারের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না মিত ব্যয়ী হতে হবে গরিব মানুষদের প্রতি দরদী হতে হবে এবং হজের জন্য যে নির্ধারিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সেই খরচ কমাতে হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।