ব্রেকিংঃ

ভোলায় নিলামে বিক্রিত মালামাল গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছে।।

এম রহমান রুবেল : ভোলায় নিলামে বিক্রিত মালামাল গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল চারটায় কোষ্টগার্ড দক্ষিণ জোনের হলরুমে এ মালামাল হস্তান্তর করা হয়।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,সম্প্রতি ২টি জাতীয় পত্রিকায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর অধীনস্ত বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের আমলী অধিক্ষেত্রে চলমান জিআর-২২১/২০২২ ভোলা এবং জিআর-০৭/২০২৩ ভোলা মামলায় জব্দকৃত মালামাল জনস্বার্থে নিলামে বিক্রির জন্য পুনঃ নিলাম বিজ্ঞপ্তি হয়। বিজ্ঞপ্তি অনুসারে ২৮ মার্চ ২০২৩ খ্রি. ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের এজলাস কক্ষে বিকাল ৪: ৩০ প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। উক্ত নিলামে জিআর-২২১/২২ ভোলা মামলায় সর্বমোট ২১৬৯৩ পিস শাড়ী সর্বোচ্চ ডাকদাতা হিসেবে ১ কোটি ৬৬ লাখ টাকায় আব্দুল মান্নান মুছা প্রোপ্রাইটর সোনালি ফেব্রিক্স নিলাম প্রাপ্ত হন।জিআর-০৭/২০২৩ ভোলা মামলায় সর্বমোট ১৭ ৯৭২ পিস শাড়ীর সর্বোচ্চ ডাকদাতা হিসেবে আবু জাহেদ, প্রোপ্রাইটর এশিয়ান এক্সপোর্ট এন্ড ইনপোর্ট, ১ কোটি ৫৯ লাখ টাকা নিলাম প্রাপ্ত হন।

অপরদিকে জিআর-০৭/২০২৩ মামলায় সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট এ সর্বমোট ৭৪৩৯ পিস আইটেমে সবোচ্চ নিলাম ডাকদাতা হিসেবে আবুল কাশেম, প্রেপ্রাইটর মেসার্স এম কাশেম ব্রাদার্স ১ লাখ ৯০ হাজার টাকায় নিলাম প্রাপ্ত হন। বিগত ০৪ ফেব্রুয়ারী ২০২৩খ্রি. উল্লেখিত মামলায় ১ম নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১৫ ফেব্রুয়ারী ২০২৩ খ্রি. নিলাম ডাকে সর্বনিম্ন নিলাম ডাকেও উপস্থিত নিলাম ডাককারীদের কেউ ডাকেননি।
নিলাম কমিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলা জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার ও নিলাম কমিটির সদস্য সচিব কোট ইন্সপেক্টর সামসুল আরেফিন,সদস্য মোঃ আজিজুর রহমান ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভোলা, জিআর ৭/২৩ মামলার আয়ু এসআই আবু জাফর, জিআর ২২১/২২ মামলার আয়ু ইমাম হোসেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।