ব্রেকিংঃ

ভোলায় প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে ১১দফা দাবিতে সংবাদ সম্মেলন

এম রহমান রুবেল।।
ভোলায় প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে ১১দফা দাবি বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ জুন রোজ রবিবার সকাল ১২ ঘটিকার সময় ভোলার বাপ্তা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আয়োজনে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রকল্প পরিচালক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন বিষয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা দর্পণ পত্রিকার সম্পাদক মোতাছিম বিল্লাহ, প্রথম আলো প্রতিকার জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, মাছ রাঙ্গা টিভির জেলা প্রতিনিধি হাসিব রহমান, বাসসের স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না,যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়েজ,আনন্দ টিভির ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল জাতীয় দৈনিক গণমুক্তির স্টাফ রিপোর্টার আলী হোসেন রুবেল ভোলা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রকল্প পরিচালক চিন্ময়ী তালুকদার প্রথমে উপস্থিত সকল সাংবাদিকদের পরিচয় নিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রতিবন্ধীদের এ ১১ দফা দা‌বি বিষয় নিয়ে সাংবাদিক দের সাথে প্রেস কনফারেন্স হয় এগু‌লো-
১. ২০২৩-২৪ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ন্যূনতম ৫০০০ টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ করতে হবে।
২. প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রনয়ন।
৩. চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে ১০০০ কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন।
৪. অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতরকে কার্যকর করা।
৫. বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট এবং বিদ্যালয় প্রতিষ্ঠা, আদালতসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করা।
৬. শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা।
৭. শ্রমজীবী-মেহনতি প্রতিবন্ধী মানুষদের ১টি বাড়ি, ১টি খামার ও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করা।
৮. গুরুতর প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করা।
৯. প্রবেশগম্য অবকাঠামো এবং গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করা।
১০. ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
১১. মন্ত্রনালয় ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট। দফা দাবি নিয়ে সরকারের যুগোপযোগী আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।