ব্রেকিংঃ

ভোলায় মিল্ক ভিটা ফেক্টরিতে হামলা,ভাংচুর ও শ্লীলতাহানির অভিযোগে চেয়ারম্যানের ভাই আটক।।

স্টাফ রিপোটার।।ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মিল্ক ভিটা ফেক্টরিতে হামলা, ভাংচুর ও কোয়ার্টারে থাকা কর্মকর্তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অফিস সহকারী ভুক্তভোগীর দায়রা করা মামলায় পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই রিপন কে আটক করেছে ভোলা সদর মডেল থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে ০৪ টা জুলাই দিবাগত রাত আনুমানিক ১.৩০ মিনিটের সময়।ঘটনায় অফিস সহকারী ভুক্তভোগী জামাল বাদি হয়ে চেয়ারম্যানের ভাই রিপন সহ অজ্ঞাত কয়েকজন কে আসামি ভোলা সদর থানায মামলা মকমলা করেন।উক্ত মামলায় পশ্চিম ইলিশা ইউপি চেয়ারম্যানের ভাই রিপন কে আটক করে জেল হাজতে প্রেরন করেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আলি আকবর।তিনি আরো জানান রিপনের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।ঘটনাসুত্রে জানাযায় দীর্ঘদিন ধরে ফেক্টরিতে রাতের বেলায় ইযাবা, গাঁজা,পেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সেবন সহ অনৈতিক কাজে বাধাঁ দেওয়ায় মিল্ক ভিটাতে হামলা, ভাংচুর করে কয়েক লক্ষাধিক টাকার মালামাল ও ফেক্টরির আসভাবপত্র ক্ষতিসাধন করে এবং জামাল নামের এক কর্মকর্তার স্ত্রীকে রাতে মারধর ও শ্লীলতাহানি করে।রাতে দুর্বৃত্তের হাত থেকে বাচতে চেয়ারম্যানের ভাইর কাছে প্রান ভিক্ষা চেয়ে বেচেঁ গেলেন ফেক্টরিতে থাকা জামাল ও স্ত্রী সন্তানদি। সেই দিনের রাতে কথা ব্যাখা করতে গিয়ে হাও মাও করে কেধেঁ দেন জামাল ও স্ত্রী এবং সন্তানেরা।জামালের ৫ বছরের সন্তান বলেন স্যার ঐ দিন রাতে বিশাল বিশাল লাঠি, রড দিয়ে আমাদের ঘরে হামলা ও ভাংচুর করে দরজা ভেঙ্গে ঘরে ডুকে আমাদের কে মারধর করে আমার বাবার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় আমার মার গাঁয়ে হাত দেয় ওড়না ধরে টানা হেচরা করে মাঠিতে ফেলে দেয়ে পরে আমাদের ডাক চিৎকারে রাস্তার লোকজন দৌড়ে আসলে চেয়ারম্যানের ভাই সন্ত্রাসী রিপন বাহিনীর নেতৃত্বে থাকা সকল সন্ত্রাসীরা চলে যায়।

এব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির জানান,উক্ত ঘটনায় মামলা হয়েছে আসামি গ্রেপ্তার করে কোটে চালান ও দিয়েছি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।