ভোলায় ছেলে থাপ্পড় দেওয়ায়কে কেন্দ্র করে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্ট্যাফ রিপোর্টার।।ভোলার বোরহানউদ্দিনে ছেলে থাপ্পড় দেওয়ায়কে কেন্দ্র করে মোশারেফ হোসেন সিকদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করছেন বলেন অভিযোগ উঠেছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নিহত মোশারেফ হোসেন সিকদার বোরহানউদ্দিন পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান সিকদারের ছেলে। তিনি শহরের চৌরাস্তায় ফুটপাতে ফলের ব্যবসা করতেন।মোশারফের ছেলে শাকিল জানান, গত কয়েকদিন আগে ঢাকায়মোশারেফের মেঝ ছেলে শান্তর সাথে পাশ্ববর্তী ৩ নাম্বার ওয়ার্ডের বশিরপাটোয়ারীর ছেলে সুমনের (২২) বন্ধুর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে সুমনের বন্ধুরা শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। এর ১ বছরপর বশির পাটোয়ারীর ছেলে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে পেয়েশান্ত তাকে থাপ্পর মারে। এর রেশে গত শুক্রবার সন্ধ্যা ৮ টার দিকে সুমন,শাহিন ওরফে সখা,কামালসহ একদল বখাটে ব্যবসায়ী মোশারফকে হাত মুখ বেঁধেঅটো রিক্সায় উঠিয়ে নিয়ে যায়। সুমনসহ অজ্ঞাত ২০ জন তাঁকে পিটিয়ে গুরুতরজখম করে হত্যার চেষ্টা চালায়।পরে স্থানীয়রা আহত মোশারেফ হোসেন মসুকেউদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়। আহত মসুর চিকিৎসার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে আজরোববার ঢাকা নেয়ার পথে মসু মারা যায় ।স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী সুমন ও শাহিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা কোর্টে চলমান। অন্যদিকে অপর হামলাকারী কামালের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা চলমান।