ব্রেকিংঃ

ভোলাকে আধুনিক শিল্প নগরীতে পরিনত করা হবে পথসভায়ঃ তোফায়েল আহমেদ

এম রহমান রুবেল ॥ সাবেক বানিজ্য মন্ত্রী বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ভোলা ১ সদর আসনের আ’লীগ মনোনীত সদস্য পদ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, আ’লীগ সরকার পূনরায় ক্ষতায় গেলে ভোলা কে আধুনিক গ্যাস ভিত্তিক শিল্প কল কারখানার নগরীতে পরিনত করা হবে।
ভোলাকে ব্লকের মাধ্যমে নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা করেছি।
৭ ই জানুয়ারি নির্বাচনে ,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পূনরায় প্রধানমন্ত্রী হলে ভোলা বরিশাল ব্রীজ বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ আরো বলেন,শিবপুর ইউনিয়নে অনেক উন্নয়ন করেছি।
শিবপুরে একটি চায়না কম্পানি প্রায় ২শত একর জমি ক্রয় করেছে ইপিজেড করার জন্য ইপিজেড করা হলে কয়েক হাজার লোকের কর্ম সংস্থান হবে। শিবপুরে ইপিজেডটি তৈরী করা হলে ছেলে মেয়েদের কর্মসংস্থান আগে করা হবে।
হয়তো একদিন কম্পানি গড়ে উঠবে ঠিকই কিন্তু সেই দিন আমি নাও থাকতে পারি।
এ সভায় শিবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাশেদ মিয়ার সভাপতিত্বে সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোলা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আঃ মমিন টুলু, জেলা আ’লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন,উপজেলা পরিষদের তৃতীয় বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ,জেলা আ’লীগের কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।