ব্রেকিংঃ

আমরা মানুষ তাই মানবিক কারণেই আপনাদের পাশে শীত বস্ত্র নিয়েঃজেলা প্রশাসক

এম রহমান রুবেল।। ভোলা সদর উপজেলার কাঁচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরে বসবাসরত ৫শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারী) সকাল ১১ টায় ঢাকা ইউনির্ভাসিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স ক্লাব এর আয়োজনে কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দূগর্ম মাঝের চরের ৫শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান।

কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইউনুস,উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান দূর্গম চরের মানুষদের উদ্দেশ্যে বলেন,
আমরা মানুষ তাই মানবিক কারণেই আজকে আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্য শীতের শীত বস্ত্র (কম্বল) নিয়ে এসেছি বিতরণ করতে।

তিনি আরো বলেন, আপনিরা অনেক সময় ভাবেন আপনাদের পাশে কেউ নেই, আসলেই এটা সত্যি কথা না

আপনাদের পাশে সরকার আছে।বাংলাদেশের জনগন পিছিয়ে নেই তেমনি ভাবে আপনিরা ও পিছিয়ে থাকবে না।
ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
এই চরে প্রাথমিক বিদ্যালয় আছে নেই মাধ্যমিক বিদ্যালয়। আমি একটি মাধ্যমিক বিদ্যালয় এখানে করার চেস্টা করবো এবং চরের জনগনকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে ব্লকের মাধ্যমে রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা হবে। যাতে করে চরবাসি কে মেঘনা নদীর কড়াল ভাঙ্গন থেকে রক্ষা করা যায়।
এছাড়াও তিনি চরাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।