ব্রেকিংঃ

“কখনো দেখা হলে চিনে নিও

“কখনো দেখা হলে চিনে নিও”
“এম রহমান রুবেলঃ
তোমার পছন্দ ছিলো নীল সাদা
আমার বরবরই ছিলো লাল,
জানিনা দেখা হলে চিনবে কি-না
তবে আমি চিনিবো চিরকাল।

সে দিন ছিলো আকাশ ভরা মেঘ
মন খারাপ টা বুঝতে পারিনি,
তোমার অভিমান বোঝা খুব কঠিন
বৃষ্টি ধোঁয়া চোখের ভাষা বুঝিনি।

কিশোরীর আবেগী চিঠি জমিয়ে
রেখেছিলে যতনে সুটকেস ভরে,
যদি দেখা হয় এপারে বা ওপারে!
চিনে নিও লাল শাড়ী সাদা পাড়ে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।