ব্রেকিংঃ

তোফায়েল আহমেদ ব্রেনস্ট্রোকে শরীরের অর্ধেক প্যারালাইজড

জনতার বাণী ডেক্সঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর কিংবদন্তী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ব্রেনস্ট্রোকে শরীরের অর্ধেক প্যারালাইজড হয়ে গেছেন।
তোফায়েল আহমেদ চলমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতিতে নেই। শেখ হাসিনা সরকারের পতন, পরে অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা– এর কিছুই অনুধাবন করতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ নীতিনির্ধারক নেতা তোফায়েল আহমেদ। স্ট্রোক-পরবর্তী শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যাওয়া ও স্মৃতিভ্রষ্ট হওয়ায় তিনি জাগতিক কোনো কিছু বুঝে ওঠার মতো পরিস্থিতিতে নেই। কাউকে চিনতেও পারেন না তিনি।
ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেছেন, তোফায়েল আহমেদকে অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। তিনি প্রতিদিন গড়পড়তা প্রায় ১৮ ঘণ্টাই ঘুমিয়ে থাকেন। হাঁটতে পারেন না। কাউকে চেনেনও না। স্মৃতিশক্তি নেই। এখন রাজধানীর বনানীর বাসায় থাকলেও প্রায় সময়ই তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নেওয়ার কোনো পরিস্থিতিও নেই।
আজ বঙ্গবন্ধুর কন্যা অবস্থানে নেই বলেই এই বর্ষীয়ান নেতা অনাদরে অবহেলায় রোগে ভুগছে।এই দেশকে ভালবেসে সর্বচ্চো দিয়েছেন অথচ আজ এই মুহুর্তে একাকিত্র অবহেলিত বরই বিচিত্র দিনগুলো। সবাই নেতার জন্য প্রাণভরে দোয়া করবেন যেনো দ্রুত সুস্থতা লাভ করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।