ব্রেকিংঃ

ভোলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগে কিশোর কিশোরীদের যোগসূত্র প্রশিক্ষণ

মেজবাহ উদ্দিন সালমান ॥
বেসরকারি উন্নয়নমূলক সংস্থা কোস্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের অধীনে ও ইউনিসেফের সহযোগীতায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহনে যোগসূত্র প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে বুধবার।
গত বৃহস্পতিবার থেকে ৬ দিন ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে ভোলার চরনোয়াবাদের হীড বাংলাদেশের হল রুমে। প্রথম দফায় গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয় ১৩ টি ইউনিয়ন থেকে বাঁচাইকৃত ২৫জন কিশোরীকে। ২য় দফায় গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয় ১৩টি ইউনিয়ন থেকে বাঁচাইকৃত ২৫জন কিশোরকে। প্রশিক্ষণ প্রদান করেন, ট্রেনার অনিমেষ সাহা লিটু ও সহকারী ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন, আইইসিএম প্রকল্পের ভেলুমিয়া ইউনিয়নের প্রমোটর রাহিমা আক্তার। যোগসূত্র ট্রেনিংএ সার্বিক দায়িত্ব পালন করেন, ভোলা সদর উপজেলার ট্রেনিং ও মনিটরিং অফিসার মোঃ মনিরুজ্জামান মনির।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।