ব্রেকিংঃ

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ঘর ছাড়ল ৩৭ হাজার মানুষ,দুই দমকল কর্মীর মৃত্যু

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় বাধ্য হয়ে ৩৭ হাজার মানুষ নিজেদের ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। এর মধ্যে গত কয়েকদিনে ঘর ছেড়েছে ১০ হাজার মানুষ।

এদিকে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মাত্র পাঁচ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ দাবানলের নামকরণ হয়েছে ‘ক্যারর ফায়ার’। গত সোমবার এ আগুন লাগে। যা এখনো নিয়ন্ত্রণে আসেনি। ৪৮ হাজারেরও বেশি একর যা প্রায় ১৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এ দাবানলের ঘটনা ঘটেছে। আগুন লাগার এ এলাকাটি সান ফ্রান্সিসকো শহর থেকে আয়তনে বড়।

এ ঘটনায় এ পর্যন্ত দমকল বাহিনীর দুই কর্মীর মৃত্যু হয়েছে। তারা হলেন দমকল বাহিনীর পরিদর্শক জেরেমি স্টোক। অন্যজন বুলডোজার চালক। এছাড়া সান ফ্রান্সিসকোর ক্রনিকোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে দাদি ও তার দুই নাতি-নাতনি নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শী দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন, সাস্তা কাউন্টিতে তীব্র বাতাসে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এ সময় বড় বড় গাছ শেকড় উপড়ে গাড়ির উপরে পড়ে। দাবানলের এ ঘটনায় কমপক্ষে পাঁচশ কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া এক হাজার বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে।

দমকল বাহিনীর প্রধান কেন পিমলট সাংবাদিকদের বলেন, আমরা এখনো আগুনের ঝাঁঝ দেখতে পাচ্ছি। আক্ষরিকভাবে এটিকে টর্নেডো হিসেবে বর্ণনা করা যেতে পারে। তিনি আরো বলেন, আগুন ঘূর্ণিবায়ুর মতো উপরের দিকে উঠছে। তীব্র বাতাসে গাছ উপড়ে পড়ছে। চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য পাশে চলে যাচ্ছে। চরম এক অবস্থা বিরাজ করছে। অতি দ্রুত আমাদের এ সমস্যার সমাধান প্রয়োজন।

উল্লেখ্য, দীর্ঘ গ্রীষ্মকালে শুস্ক মৌসুমে ক্যালিফোর্নিয়াতে এমন দাবানলের ঘটনা নিয়মিত ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, গত ১০ বছরের মধ্যে এ বছর সবচেয়ে খারাপভাবে আগুন লেগেছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।