ব্রেকিংঃ

ক্লাসে ফিরে যাও দোষীদের শাস্তি নিশ্চিত করবে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে দোষী চালকের ফাঁসিসহ নয় দফা দাবিতে রাজপথে আন্দোলনে নামা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে ফিরে যাও। পড়াশুনায় মনোনিবেশ করো। দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে আছে। জড়িত দোষীদের বিচার হবে, শাস্তিও হবে।’

গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর প্রতিবাদে গত দুদিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছে। মঙ্গলবার সকাল থেকে ঢাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুরের কারণে রাজধানীর সড়ক যোগাযোগ বিপর্যস্ত অবস্থায় পড়েছে। এই পরিস্থিতির মধ্যে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিন সিটির নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সাংবাদিক সম্মেলনে আসেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, সড়কে দুটি কচি প্রাণ ঝরে গেছে। এই ঘটনায় আমরা মর্মাহত। ওই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের নামে বিএনপি গত কয়েকদিন নাটক আর তামাশা করেছে। ইভিএম সেন্টারগুলোতে বিএনপি অধ্যুষিত এলাকায় নৌকার জয় এটাই প্রমাণ করে সারোয়ার সাহেব পরাজয়ের ভয়ে এই নির্বাচন থেকে তিনি সরে পড়েছেন। সিলেট সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী পাশ করেছে। আমরা তাকে অভিনন্দন জানাই। সেখানে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার কারণেই তাদের প্রার্থী জয়লাভ করেছে। আমরা জানতে চাই, বিএনপি প্রার্থী কি সেখানে পুনঃনির্বাচন চান?

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।