ব্রেকিংঃ

ওদের আছে ডলার, আর আমাদের আল্লাহ: এরদোগান

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে ক্রমে খারাপ হতে চলা অর্থনেতিক সম্পর্ক বিপাকে ফেলেছে বিশ্ব অর্থনীতিকেই। সম্প্রতি যাজক অ্যান্ড্রু ব্রুনসনকে নিয়ে বিরোধে জড়িয়ে তুরস্কের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। বিবিসি বাংলা, নিউইয়র্ক টাইমস।
ইস্পাত ও এ্যালুমিনিয়াম আমদানির ওপর দ্বিগুণ শুল্ক আরোপের মার্কিন ঘোষণার পর ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার ১৮ শতাংশ দরপতন হয়েছে। তুরস্ক একটি অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশংকা করছেন অনেকেই।
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন যে ওয়াশিংটন যদি ‘একলা চলার এবং সম্মান না দেখানোর’ পথ ত্যাগ না করে তাহলে তার দেশ নতুন বন্ধু ও মিত্র খুঁজে নেবে।
 এরদোয়ান নিউ ইয়র্ক টাইমসে লেখেন, যুক্তরাষ্ট্রকে তুরস্কের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।
“ওদের যদি ডলার থাকে – তাহলে আমাদের আছে আমাদের জনগণ, আমাদের অধিকার এবং আমাদের আছেন আল্লাহ” – আংকারায় এক ভাষণে বলেন মি. এরদোয়ান।
মি. ট্রাম্প শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করে টুইট করার কিছু পরই মি. এরদোয়ান ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে।
লিরার দর পতনের প্রেক্ষাপটে তুরস্কের ব্যাংকগুলোর নিয়ন্ত্রকরা এ নিয়ে একটি জরুরি বৈঠক করতে যাচ্ছেন – এমন এক খবর বের হলেও পরে নিয়ন্ত্রকরা তা অস্বীকার করেন।
তুরস্কের অর্থনীতির বিশ্বের ১৭ তম। তবে তুরস্ক-যুক্তরাষ্ট্র বিরোধ নাড়া দিয়েছে বিশ্ব অর্থনীতিকেই। ফলে এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমারও আশঙ্কা দেখা দিয়েছে।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।