ব্রেকিংঃ

অবসর নিলেন আজহার আলী

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী। জাতীয় দলে নতুনদের আরো বেশি সুযোগ দিতে এবং নিজের টেস্ট ক্যারিয়ারের প্রতি আরো মনোযোগী হওয়া লক্ষ্যে ওয়ানডে ক্রিকেট থেকে গতকাল বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন দলের সিনিয়র এ ব্যাটসম্যান।
গত জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হওয়ার পর থেকেই পাকিস্তান ওয়ানডে দলের বাইরে আছেন ৩৩ বছর বয়সী এ ব্যাটসম্যান। তবে একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে স্মরণীয় থাকবেন আজহার। গত দুই বছরে একটি ট্রিপল ও একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
গতকাল এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়ে আজহার বলেন, ‘আমি মনে করছি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এটাই সঠিক সময়। যাতে টেস্ট ক্রিকেটে আরো বেশি মনোযোগী হতে পারি এবং পাকিস্তানকে দীর্ঘ দিন সেবা দিতে পারি।’
ওয়ানডে ক্যারিয়ারে ৫৩ ম্যাচে তিন সেঞ্চুরি এবং ১২ হাফ সেঞ্চুরিসহ ৩৬ দশমিক ৯০ গড়ে মোট ১৮৪৫ রান করেছেন আজহার। টেস্ট ক্রিকেট ছাড়া দেশের হয়ে টি-২০ এবং ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।