ব্রেকিংঃ

ভোলায় আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবস পালিত

আবদুল্লাহ নোমান ।।

ভোলায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিট এর আয়োজনে আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ বুধবার (৫ ডিসেম্বর) সকালে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে র‌্যালী শেষে ভোলা প্রেস ক্লাবে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ভোলা চেম্বর অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম। এসময় রেড ক্রিসেন্ট ভোলা জেলা ইউনিটের সম্পাদক আজিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক সামস উল-আলম মিঠু, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান,ভোলা সরকারি কলেজের প্রভাষক জামাল উদ্দিন,কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের পিসি মিজানুর রহমান,রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, হেল্প এন্ড কেয়ার পরিচালক অমি আহাম্মেদ, স্বাস্থ্য বিভাগের উপপ্রধান ফাহাদ রাবিদ,যুব সদস্য মোস্তাফিজুর রহমান মিশুক,জান্নাতুল ফেরদৌস,মো: নোমান, সীমা আক্তার।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-প্রধান আনোয়ার হোসেন। এসময় বক্তারা বলেন, দেশের জনশক্তির এক তৃতীয়াংশ যুবক, এদেরকে শক্তিতে পরিণত করতে হবে। সেবক হিসেবে যুবকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তথ্যই শক্তি এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুবকরা দেশকে আরও সুন্দর করে সাজাতে পারে।

বর্তমানে আমরা লক্ষ করলে দেখতে পাই বাংলাদেশে যুবকরাই সুন্দর সমাজ গড়তে এগিয়ে যাচ্ছে। আজ আমরা যত উন্নত রাষ্ট্র দেখতে পাই তাদের মূল চালিকা শক্তি হলো সে দেশের যুব সমাজ সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে তাদের দেশের জন্য। যুবকরাই একটি দেশকে উন্নত শিখরে পৌছে দিতে পারে। তারা যেমন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে তেমনি ভাবে খারাপ কাজে লিপ্ত হয়ে পরে বিশেষ করে জঙ্গীবাদ, ইভটিজিং, মাধক,খুন, চাদাঁবাজি, স্বাধীনতা বিরুধী সহ দেশ বিরোধী কাজে লিপ্ত হয়ে থাকে। তাই এসব দেশবিরোধী কাজে যেন যুবকরা লিপ্ত না হয় তাই যুব সমাজকে বিভিন্ন সেচ্ছামূলক কাজে অংশগ্রহন করাতে হবে।

দেশের প্রয়োজনে যুবকরা সংগঠিত হয়ে যেকোনো দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে। উল্লেখ্য,১৯৮৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমতি পাওয়া আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস প্রতি বছর ৫ ডিসেম্বর পালন করা হয়ে থাকে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।