ব্রেকিংঃ

জাতিসংঘে মুসলিম প্রতিনিধি চান এরদোগান

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একচ্ছত্র আধিপত্য করা পাঁচ সদস্যের সঙ্গে মুসলিমদের প্রতিনিধি চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
বুধবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন। খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।

তিনি অভিযোগ করে বলেন, ‘মুসলিমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের নিজেদের বিভিন্ন বিষয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে কথা বলার সুযোগ পায় না। মুসলিমদেরকে কোনো প্রকার সুযোগ দেয়া হয় না সেখানে। মুসলিম বিশ্বে কমপক্ষে ১৭০ কোটি মানুষ আছে, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের কোনো প্রতিনিধি নেই। এটা দেখলেই সব বোঝা যায়।’

তিনি বলেন, ‘ন্যায়বিচারসহ অন্য কোনোকিছুই আমি জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছ থেকে আশা করি না। এমন কোনোকিছু সেখানে খোঁজ করবেন, কেননা সেখানে এমন কিছুই নেই।’

জাতিসংঘের সংস্কার প্রক্রিয়ায় এরদোগানের স্লোগান হল, ‘দ্য ওয়ার্ল্ড ইজ বিগার দ্যান ফাইভ’ অর্থাৎ এই পৃথিবী ওই পাঁচ দেশের চেয়ে বড়। এই পাঁচ দেশ হলো-আমেরিকা, রাশিয়া,চীন, যুক্তরাজ্য, ফ্রান্স। দ্য ওয়ার্ল্ড ইজ বিগার দ্যান ফাইভ স্লোগানের মাধ্যমে নিয়মিত জাতিসংঘের সমালোচনা করেন এরদোয়ান।

তুর্কি সেনারা আফগানিস্তানে থাকবে আরো দুই বছর

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ন্যাটো মিশনের অংশ হিসেবে আরও দুই বছরের জন্য সেনা রাখার প্রস্তাবে সায় দিয়েছে তুরস্কের পার্লামেন্ট।

আগামী বছরের ৬ জানুয়ারি থেকে নতুন এ প্রস্তাব কার্যকর হবে। ২০১৮ সালে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা বাহিনীর ১৭ বছরের যুদ্ধ মিশনের ইতি ঘটবে।

আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার জন্যই দেশটিতে সেনা রাখছে ন্যাটো মিশন।

২৮টি ন্যাটো মিত্র ও আরও ১৪টি দেশের ১২ হাজার সেনা আফগানিস্তানে তাদের মিশনের সহায়তার জন্য অবস্থান করছে।

এদিকে সিরিয়ার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকেও কয়েক হাজার সৈন্যকে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে তালেবানের সঙ্গে যুদ্ধরত প্রায় সাত হাজার সেনাকে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

এ সংখ্যা আফগানিস্তানে যুদ্ধরত মোট মার্কিন সেনার অর্ধেক, বলছে বিবিসি।

ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের পদত্যাগের পর পরই মার্কিন গণমাধ্যমগুলোতে দক্ষিণ এশিয়ার দেশটি থেকেও সেনা প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ে।

ম্যাটিসের দায়িত্ব ছাড়ার কথা পরে প্রেসিডেন্টও নিশ্চিত করেন। টুইটারে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে সসম্মানে অবসরে যাচ্ছেন জেনারেল ম্যাটিস। শিগগিরই নতুন প্রতিরক্ষামন্ত্রীর নামও ঘোষণা করা হবে, বলেন ট্রাম্প।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।