ব্রেকিংঃ

মন্ত্রীসভা থেকে বাদ পড়লেন যাঁরা

বাংলাদেশের এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন আওয়ামী লীগের সিনিয়র হেভিওয়েট নেতারা। আগের মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রী ছিলেন ২৯ জন। যাদের ২৩ জনই এবারের মন্ত্রীসভায় জায়গা পাননি। এরা হলেন-

১. আবুল মাল আব্দুল মুহিত- অর্থ মন্ত্রণালয়

২. আমির হোসেন আমু- শিল্প মন্ত্রণালয়

৩. তোফায়েল আহমেদ- বাণিজ্য মন্ত্রণালয়

৪. বেগম মতিয়া চৌধুরী- কৃষি মন্ত্রণালয়

৫. মোহাম্মদ নাসিম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

৬. খন্দকারন মোশাররফ হোসেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

৭. রাশেদ খান মেনন- সমাজকল্যাণ মন্ত্রণালয়

৮. ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

৯. মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক- বস্ত্র ও পাট মন্ত্রণালয়

১০. হাসানুল হক ইনু- তথ্য মন্ত্রণালয়

১১. আনিসুল ইসলাম মাহমুদ- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

১২. আনোয়ার হোসেন- পানি সম্পদ মন্ত্রণালয়

১৩. নূরুল ইসলাম নাহিদ- শিক্ষা মন্ত্রণালয়

১৪. শাজাহান খান – নৌ পরিবহন মন্ত্রণালয়

১৫. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিবি- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

১৬. আবুল হাসান মাহমুদ আলী- পররাষ্ট্র মন্ত্রণালয়

১৭. মোঃ মুজিবুল হক- রেলপথ মন্ত্রণালয়

১৮. মোস্তাফিজুর রহমান- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

১৯. আসাদুজ্জামান নূর- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

২০. শামসুর রহমান শরীফ- ভূমি মন্ত্রণালয়

২১. মোঃ কামরুল ইসলাম- খাদ্য মন্ত্রণালয়

২২. নারায়ণ চন্দ্র চন্দ- মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়

২৩. এ. কে. এম শাহজাহান কামাল- বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়

নতুন মন্ত্রীসভার পুরো তালিকা

বাংলাদেশে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

৪৬ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন-

পূর্ণমন্ত্রী: ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আ হ ম মোস্তফা কামাল (অর্থ), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), ডা. দীপু মনি (শিক্ষা), আনিসুল হক (আইন ও সংসদ), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র), ড. হাছান মাহমুদ (তথ্য), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), টিপু মুনশি (বাণিজ্য),

বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য), ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি), তাজুল ইসলাম (স্থানীয় সরকার), সাহাবউদ্দিন (পরিবেশ ও বন), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত), নুরুল ইসলাম সুজন (রেল), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি)

প্রতিমন্ত্রী: শাহরিয়ার আলম (পররাষ্ট্র), ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী), জুনাইদ আহমেদ পলক (আইসিটি), কামাল আহমেদ মজুমদার (শিল্প), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন),

জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ), শ ম রেজাউল করিম, আশরাফ আলী খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি), মাহবুব আলী (বিমান), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার), জাহিদ ফারুক (পানিসম্পদ), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম)।

উপমন্ত্রী: বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও বন), এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা)।

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।