ব্রেকিংঃ

ভেলুমিয়ায় মাদক চোরা কারবারিদের আতঙ্কের নাম ওসি আরমান।।

 এম রহমান রুবেল।। ভোলা সদর উপজেলার ভেলুমিয়ায় যখনই জমি দখল, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ সহ নানামুখী অসামাজিক কার্যকলাপে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঠিক তখনই ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন ভেলুমিয়া পুলিশ ফাঁড়িতে একজন সৎ সাহসী পুলিশ কর্মকতা কে ইনর্চাজ হিসেবে দায়িত্ব দিয়েছেন আর সেই পুলিশ কর্মকতার নাম হলো (ওসি) আরমান হোসেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে কঠোর হাতে দমন করেন অনৈতিক কর্মকান্ড। যে কোনো অপ্রীতিকর দূরঘটনার ঘটনার খবর শুনলেই সাথে সাথে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে চলে যান ক্ষনিকের মধ্যে ই । এছাড়াও বাল্যবিবাহ, জঙ্গিবাদ, জুয়া, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গড়তে ভেলুমিয়া ভেদুরিয়াবাসীর কল্যানে সেবা পৌঁছে দিতে সন্ত্রাস দমন সহ বিভিন্ন অটরাধমুল কাজ দমনে অবদান রেখে যাচ্ছেন। রাতদিন অক্লান্ত পরিশ্রম করে অপরাধ দমনে সফলতা অর্জন করে ভেলুমিয়া – ভেদুরিয়ার সর্ব স্থরের মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়; নিয়মিত পুলিশিং কমিউনিটির মাধ্যমে তিনি অপরাধ দমনে নতুন প্রজন্মকে ও উদ্বুদ্ধ করেছেন। জনগণের কাছে তিনি একজন সৎ, নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছেন এস আই গোলাম মাওলা, এ এস আই আতিকুল, নুরুজ্জামান ও রফিকসহ ফাঁড়ির অন্যান্য পুলিশ সদস্যগণ। একদিকে যেমন অল্পদিনেই এ পুলিশ কর্মকর্তা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তি হয়ে উঠেছেন। অপরদিকে স্থানীয় চোরা চালান কারবী জুয়ারী, মাদকসেবী ও অপরাধীদের মাঝে দেখা দিয়েছে ওসি আরমানের আতংক। এমনকি মামলার কুফল সম্পর্কে অবহিত করে অনেক ঘটনা মীমাংসা করে দিচ্ছেন তিনি। তিনি একজন নিরহংকারী সাদা মনের মানুষ। নিজেকে নিয়ে কোন গর্ব ও অহংকার নেই। তিনি সবাইকে সম-মূল্যায়নের মাধ্যমে আইনসেবা নিশ্চিত করছেন। এমন একজন ফাড়ির ইনর্চাজ ভেলুমিয়া – ভেদুরিয়া বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো। সম্প্রতি একান্ত স্বাক্ষাৎকারে প্রতিবেদকে ভেলুমিয়া ফাড়ির ইনচার্জ বলেন, ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন স্যা’র নির্দেশে ও আল্লাহ তা’আলার অশেষ রহমতে ইনচার্জ হিসাবে ভেলুমিয়া পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেই এরই মধ্যে আমি ও আমার সহকর্মীদের নিয়ে ভেদুরিয়া ও ভেলুমিয়াবাসীর জান-মালের নিরাপত্তা তথা চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে সর্বাত্মক অভিযান পরিচালনা করেছি। এসকল অভিযানে আমার ফাঁড়ির অধীনস্থ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গ্রামপুলিশ, ছাত্র-যুব সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে পেয়েছি। যার ফলে অসহায়দের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিৎ করা সম্ভব করার চেস্টা করেছি। সকলের সর্বাত্মক সহযোগিতায় সমাজকে মাদক, যৌতুক ও বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করার অভিযান অব্যাহত রেখেছি। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার কথা উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পরিশেষ ওসি আরমান বলেন সাংবাদিক হলো পুলিশের বন্ধু। তিনি বলেন আমি পুলিশে চাকরি করার আগে সাংবাদিকতা করেছি আমি একজন ল ইয়ার আমি জানি গ্রামের সাদা মাটা মানুষগুলো তারা প্রভাবশালি মহলের কারনে সঠিক বিচার পায় না তাই আমি এই ভেলুমিয়া ফাড়িতে যোগদান করার পর থেকে গরিবের প্রতি প্রভাবশালিদের চাপ প্রয়োগ করতে দেই না। তিনি বলেন আমি পুলিশ আমি জনগনের বন্ধু আমার কাছে বড় আর ছোট নাই আমার কাছে সবাই সমান।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।