ব্রেকিংঃ

ভোলায় গ্রামীণ টাওয়ারের চুরি হয়ে যাওয়া ব্যাটারী উদ্ধার আটক,-২

 জনতার বানী ডেক্স॥ ভোলায় গ্রামীন টাওয়ারের চুরি হয়ে যাওয়া ব্যাটারী উদ্ধার করা হয়েছে। সোমবার ১৮ মার্চ ভোলা মধ্যে চরনোয়াবাদ ৫নং ওয়ার্ড বক্তবাড়ী রোড এলাকায় মল্লিকা মঞ্জিল থেকে গ্রামীন অফিস থেকে চুরি হয়ে যাওয়া ব্যাটারী উদ্ধার করেছে ভোলা সদর থানা পুলিশ। এতে উদ্ধার কৃত ব্যাটারীর সাথে মল্লিকা মঞ্জিলের দায়িত্বে থাকা মাকছুদুর রহমান (২৫) মো: মাসুম (২২) নামে দুইজনকে আটক করা হয়। সোমবার গ্রামীন টাওয়ারের কর্মকর্তা মো: শহিদুর রহমান গোপন তথ্যের ভিত্তিতে গ্রামীন টাওয়ারের হারিয়ে যাওয়া ব্যাটারী সন্ধান পায়। পরে তিনি ভোলা সদর থানায় খবর দিলে ভোলা সদর থানার এসআই মো: রফিক চরনোয়াবাদ মল্লিকা মঞ্জিল থেকে দুপুর ৩টার দিকে গ্রামীন অফিসের জিএফএম ৫০০ ভোল্টেজের ২৪টি ব্যাটারী উদ্ধার করে। এ বিষয়ে ভোলা সদর থানার এসআই মো: রফিক জানান, গ্রামীন টাওয়ার থেকে কিছুদনি আগে চুরি হয়ে যাওয়া ব্যাটারী তথ্য পেয়ে ব্যাটারী উদ্ধার করতে গিয়ে মল্লিকা মঞ্জিলের দায়িত্ব থাকা মাকছুদুর রহমানকে ব্যাটারী সমন্ধে জিঙ্গাস করা হয় । কিন্তু মাকছুদুর রহমান জানান মল্লিকা মঞ্জিল বাড়া দেওয়ার জন্য তার খালা তাকে দায়িত্ব দিলে ৫ দিন আগে ১ অপরিচিত লোকের কাছে মঞ্জিলের ২য় ফ্লোর বাড়া দেন । কিন্তু ব্যাটারীর বিষয়ে তিনি কিছুই জানেন না এবং মল্লিকা মঞ্জিলের ২য় ফ্লোরের লোকটির সমন্ধে কোন তথ্য ও বর্তমানে তিনি কোথায় আছে সে সমন্ধে কোন তথ্য নেই। এই ব্যাপারে সু-স্পষ্ট জিঙ্গাসাবাদের জন্য এসআই মো: রফিক মল্লিকা মঞ্জিলের দায়িত্ব থাকা মো: মাকছুদ ও তার ছোট ভাই মাসুমকে আটক করে ভোলা সদর থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত এই ব্যাপারে কোন মামলা হয়নি বলে তিনি জানিয়ে দেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।