ব্রেকিংঃ

তজুমদ্দিনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ

 তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্রপ্রার্থী মোশারেফ হোসেন দুলালের নির্বাচনি প্রচারনায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ফজলুল হক দেওয়ানের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে ১৭ মার্চ ভোলার তজুমদ্দিন উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্রী প্রার্থী মোশারেফ হোসেন দুলাল বলেন, গতকাল রাতে নির্বাচনি প্রচারণার সময় তার সমর্থীত কর্মীদের উপর আওয়ামী লীগপ্রার্থী বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চলিয়েছে। এসময় আওয়ামীলীগ প্রার্থীর সমর্থনকারীদের হামলায় আমাদের ১২-১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এবং লিখিত অভিযোগে মোশারেফ হোসেন আরও জানান, চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তিনি প্রচার প্রাচরণা শুরু করলে তার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক দেওয়ানের কর্মীরা এলাকার ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এসময় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচনের ভোট গ্রহনের আগে সুষ্ঠ পরিবেশের দাবী জানান

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।