ব্রেকিংঃ

ভোলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ সমাপনী অনুষ্ঠিত

আবদুল্লাহ নোমান “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেষ হলো জাতীয় প্রাথমিক সপ্তাহ ২০১৯। বুধবার ১৩ মার্চ ভোলায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাথমিক সপ্তাহ শুরু হয়।

জেলা পিটিআই মাঠে আয়োজন করা হয় প্রাথমিক শিক্ষা মেলার সহ আরো নানা আয়োজন। মঙ্গলবার (১৯ মার্চ) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানের আলাচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সেলিম রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয় অফিসের গবেষনা কর্মকর্তা মো: ফিরোজ কবির,পিটিআই ভোলার সুপারইটেন্ডেন্ট
শিরীন শবনম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শিশুদের লেখাপড়ার জন্য চাপ প্রয়োগ করা যাবে না। তারা খেলবে শিখবে বড় হবে। তাদের উপর জোড় করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। এতে তাদের মস্তিষ্কে চাপ পরে যা তাদের জন্য মোটেও ভালো নয়। পরবর্তীতে ঐ মানষিক চাপের কারনে তার অনেক ক্ষতি হয়। শিশুদের লেখাপড়ার পাশাপশি সামাজিক কর্মকান্ড ও সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় উৎসাহিত করতে হবে।

আলোচনা সভা শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষা মেলায় অংশ নেওয়াবিদ্যালয়গুলেকে তাদের স্টলের জন্য ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।