ব্রেকিংঃ

ভোলার ভেলুমিয়া কুঞ্চপট্রিতে অগ্নিকান্ড ৬ দোকান পুড়ে ছাই ৫ কুটি টাকার ক্ষতি

এম জামিল হোসেন

ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন বাজারস্থ কুঞ্চপট্রির সুতার দোকানের ভিতর বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৬ টি দোকান পুড়ে ছাই এবং প্রায় ৩ কুটি টাকার মত মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে জানান ব্যাবসায়ীরা।
আগুনের খবর শুনে এলকাবাসিরা আগুন নিবাতে এসে আগুন নিবাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিবাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসেরর ধারনা বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই দূর্ঘটনা ঘটেছে।
আগুনে পুড়ে ক্ষতি হওয়া দোকান ব্যাবসায়ী ও ঘর মালিক এর কাছ ক্ষতির পরিমান জানতে চাইলে তারা জানান আনুমানিক প্রায় ৫ কুটির টাকার মত ক্ষতি হয়েছে।
স্থানীয় বাজার ব্যাবসায়ীরা জানান,
গতকল রাত প্রায় ২. ৪৫ মিনিটের সময় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের এই ঘটনা ঘটছে।
রাতে আমরা বাজার ব্যাবসায়ী ও স্থানীয়রা এসে দেখি বিদ্যুৎতের খুটিতে আগুন।
আমদের ধারনা সুতার দোকান ও তৈলের দোকান থেকে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে সুত্রপাতের ঘটনা ঘটতে পাড়ে।
এদিকে কুঞ্চপট্রি আগুনে পুড়ে যাওয়া দোকান দেখতে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাম মাস্টার, সাবেক চেয়ারম্যান সালাম মালের পুত্র বর্তমান ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক লিটন মাল, প্যানেল চেয়ারম্যান মহাসিন খান, ইউপি সদস্য বাহাদুর খান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
আগুনে পুড়ে যাওয়া ব্যাবসায়ীরা হলেন,জামিল হোসেন ( মুদি ব্যাবসায়ী), মাইনউদ্দিন, ( স্যারের দোকান), খালেক( ফানিচার ব্যাবসায়ী), মোস্তাফা বেপারি( জাল কাচি), ফরকান( মুরগির ও মাছের খাবার ব্যাবসায়ী), মোস্তাফা হাঃ( কাটের ব্যাবসায়ী)।
পুড়ে যাওয়া দোকান ব্যাবসায়ীরা জানান কেমনে হয়েছে আমরা জানি না জানে আমাদের আল্লাহ। যে ক্ষতি আমাদের হয়েছে তা পুষিয়ে উঠা আমাদের একা পক্ষের সম্ভব না।
তাই আমরা মাননীয় সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপির কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।
পরে সকালে ভেলুমিয়া বাজার কুঞ্চপট্রিতে আগুন লাগা স্থান পরিদর্শনে যান ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহাসিন, সদর থানার ওসি এনায়েত, ভেলুমিয়া ফাড়ির ইনচার্জ আরমান হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাতে ডিউটিতে থাকা ভেলুমিয়া পুলিশ ফাড়ির এএসআই রফিক সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এদিকে কুঞ্চপট্রির দোকান আগুন পুড়া সম্পর্কে স্থানীয় চেয়ারম্যান সালাম মাস্টার এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে রাতে গিয়াছি এবং দেখেছি সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট থেকে ও জানতে পেরেছি তারা আমাকে নিশ্চিত করেছেন যে এটি বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারনা করেছেন। আমি ও ঘটনাস্থলে গিয়ে এমটাই দেখতে পেলাম।
দোকান পুড়ে যাওয়া অনেক ব্যাবসায়ীরা আমাকে তাই বললো।
ভেলুমিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ আরমান হোসেন ও রাতে ডিউটিতে থাকা এএসআই রফিক ও নিশ্চিত করেছেন ঘটনাটি মনে হয় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে হয়েছে।
এদিকে দোকান মালিক আঃ মান্নানের অভিযোগ স্থানীয় দোকানের ভিটা দাবি কারি জাকির পাটাওয়ারির দিকে।
এদিকে জাকির পাটাওয়ারিকে আগুন লাগিয়ে দেওয়া সম্পর্কে তার কাছে আঃ মান্নানের অভিযোগের কথা জানতে তিনি জানান সম্পূর্ন মিথ্যা কারন আমি ভেলুমিয়া যাইনা আজ থেকে প্রায় ১ মাসের উপরে আর আমার সাথে কোন ব্যাবসায়ীর সাথে দ্বন্দ নাই আমি কেন লাগাবো। আল্লাহ উপরে আছেন তিনি সব জানেন এবং দেখছেন। আমাকে যারা মিথ্যা ভাবে ফাসানোর চেস্টা করবে আল্লাহ ও তাদেরকে একদিন ফাসাবেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।