ব্রেকিংঃ

ভোলার লালমোহনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেল ডা.হুমায়ুন কবির-জনতার বাণী

লালমোহন প্রতিনিধিঃ লালমোহন পৌরশহরের বাসিন্দা দক্ষিণ আইচা হাসপাতালের চিকিৎসক ডাঃ হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর্তব্যস্থলে অনুপস্থিত, রোগীর সাথে অসৌজন্যমূলক আচরণ,রোগিকে জিম্মি করে নিজের ঘরে দেওয়া ফার্মেসী থেকে ঔষধ নিতে বাধ্য করাসহ বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ওই ডাক্তারের বাসায়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিত টের পেয়ে ডাঃ হুমায়ুন কবির দৌড়ে নিজেকে রক্ষা করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।

এদিকে দীর্ঘ দিন যাবত নিজের কর্মস্থলে না গিয়ে বাসায় বসে টাকার বিনিময়ে রোগী দেখার পাশাপাশি নিজের বসত ঘরে দেওয়া ফার্মেসী থেকে রোগীকে ঔষধ নিতে বাধ্য করাসহ বিস্তর অনিয়মের অভিযোগ ডাঃ হুমায়ুন কবিরের বিরুদ্ধে ভুক্তভোগীদের। এ বিষয়ে জানতে ডাঃ হুমায়ুন কবিরের মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তিনি নিজেই ফোন করলে এ প্রান্ত থেকে পরিচয় দিতেই তিনি ব্যস্ততার অজুহাতে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অভিযান পরিচালনাকারী “জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলার সহকারি পরিচালক(ম্যাজিস্ট্রেট) মাহামুদুল হাসান বলেন আমি ওনার (ডা.হুমায়ুন কবিরের)বাসায় গিয়েছিলাম,তাকে বাসায় পাইনি। ওনার বিরুদ্ধে আরও যেসব অভিযোগ রয়েছে সেসব অভিযোগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় পড়ে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় কোন অনিয়ম পেলে আমি তাকে সতর্ক করতাম।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।