ব্রেকিংঃ

ভোলায় মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের সাধারন সভা নৈশ্য ভোজ অনুষ্ঠিত!! জনতার বাণী

স্টাফরিপোটারঃ
ভোলায় মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা ও নৈশ্য ভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ভোলা কালিনাথ বাজার তালুকদার মহলে সংস্থার কার্যালয়ে মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের ভোলা জেলা শাখার আইন উপদেষ্টা ও এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাড: সাহাদাত হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, সমকাল ও সময় টিভি জেলা প্রতিনিধি নাসির লিটন, প্রভাষক কাজল কৌশিক, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ভোলা ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ রাজিউল ইসলাম শাহিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এইচ এম জাকির, কালবেলা জেলা প্রতিনিধি প্রভাষক মনিরুল ইসলাম, মানবজমিন জেলা প্রতিনিধি এ্যাড: মনিরুল ইসলাম, ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিসেস সেন্টারের চেয়ারম্যান মনসুর আলম, হীড বাংলাদেশের কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রভাষক নুরে আলম ফরহাদ, যুবলীগ নেতা কামাল হোসেন, সাংবাদিক আব্দুস সহিদ তালুকদার, চ্যানেল-২৪ টিভির জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, ভোলার বাণীর নির্বাহী সম্পাদক জে আই সবুজ, সাংবাদিক এইচ এম নাহিদ, ভোলার সংবাদের সম্পাদক ফরহাদ হোসেন, স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, প্রভাষক ডা: মো: মহিউদ্দিন, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ভোলার সাধারণ সম্পাদক এম শাহরিয়ার জিলন, ফারিয়ার নেতা বিল্লাল হোসেন, ভোলানিউজ২৪ডটনেট এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি, দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন, জনতার বানী সম্পাদক এম রহমান রুবেল, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার এম শরিফ হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের ভোলা জেলা সভাপতি মো: বিল্লাল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের ভোলার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনটির সদস্য জাকির পারভেজ, শাজাহান সুমন প্রমুখ। গান গেয়ে অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলেন সাংবাদিক জসিম রানা। সাধারন সভা শেষে ভোজ অনুষ্ঠিত হয়।
সভাপতির ভাষণে মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের ভোলা জেলা শাখার আইন উপদেষ্টা এ্যাড: সাহাদাত হোসেন শাহিন সংগঠনের ২০১৯ সালের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এসময় তিনি বলেন, মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্র ভোলার উদ্যোগে ২০১৯ সালে সমাজের কম সুবিধাভোগী (দরিদ্র) ৫৭জন নারী ও পুরুষকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান। ৮১টি ঘটনায় সংস্থার উদ্যোগে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে স্থানীয় শালিসের মাধ্যমে বিরোধ মিমাংসা করা। সমাজের অতি দরিদ্র (পেশি শক্তিহীন) ৮টি পরিবারের বসতভিটা সহ প্রভাবশালীদের হাত থেকে জমি দখল মুক্ত করণ। ১১জন পাওনা টাকা প্রভাবশারীদের কাছ থেকে আদায়ের ব্যবস্থা করণ। ১০টি গৃহহীন পরিবারকে বসতঘর উত্তোলনে সহায়তা প্রদান।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।