ব্রেকিংঃ

ভোলা পাটি অফিস ভাংচুর মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমেদ শাহীনের ৫ বছরের কারাদণ্ড।।

এম রহমান রুবেল ॥

ভোলায় বিস্ফোরকদ্রব্য মামলায় ভোলা জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ১০ হাজার টাকা জরিমানার অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল রবিবার (২৭ ই জুন) ভোলা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক ড. এ বি এম মাহমুদুল হক এ রায় দেন। অপর আসামি কায়ছার হোসেন ট্রুয়েল পলাতক। তাকেও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বাদী ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তত্ত্বাবধায়ক আবুল কাশেম। মামলাটি রাষ্ট্রপক্ষ পরিচালনা করে। রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীর যুক্তি পেশ করে আর বিবাদী ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করে। একাধিক মামলার আসামি মোস্তাক আহমেদ শাহীন এর আগেও একাধিকবার মাদক মামলায় জেল খেটেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিদিনের ন্যায় সভা চালকালীন দুর্র্ধষ সন্ত্রাসী মোস্তাক আহমেদ শাহীনের নেতৃত্বে আতর্কিত বোমা হামলা করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলায় আসামিগণ দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ায় মোস্তাক আহমেদ শাহিনসহ অন্যান্যরা রেহাই পান। অপরটি বিস্ফোরক আইনের ৩ ধারায় তাদের আজ ভোলা জেলা ও দায়রা জজ আদালতে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন জেলা ও দায়রা জজ ড. এ বি এম মাহমুদুল হক।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।