জন্মদিনের শুভেচ্ছা বার্তায় সিক্ত আ’লীগ নেতা ইউনুস
এম রহমান রুবেল ॥ কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা-ঠিক সেরকম একজন ভোলা জেলার সদর উপজেলার অতি পরিচিত ও জনপ্রিয় নাম আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। তিনি ভোলা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের তৃতীয় বারের নির্বাচিত জনপ্রিয় ভাইস চেয়ারম্যান। তিনি একাধারে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক। বহুগুণে গুণান্বিত এ মানুষটি ভোলা সদর উপজেলার যুব সমাজের পথ পদর্শক। মানুষের কাছে খুব জনপ্রিয়। তিনি একজন মানবতাবাদী ও ক্রীড়াবিদ হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তায় সিক্ত আ’লীগ নেতা ইউনুস। স্বজন, বন্ধু, কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের কাছে আ’লীগ নেতা ইউনুস এর জন্মদিন মানেই বিশেষ কিছু।
মোহাম্মদ ইউনুছ ভোলা জেলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মরহুম আলহাজ্ব জালাল আহাম্মদ এর ছোট ছেলে এবং শিবপুর ইউনিয়নের পর পর ৫ বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাবেক সদস্য মরহুম ইব্রাহিম চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা আ’লীগের সদস্য, ভোলা জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোঃ ইউসুফ মিয়ার ছোট ভাই। ভোলা সদর উপজেলা পরিষদের ৩ বারের নির্বাচিত সফল ও জনপ্রিয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছের ৫৫ তম জন্মদিন পালিত। ০১/০৯/১৯৬৮ ইং সালের আজকের এই দিনে এই প্রতিভাবান জনপ্রতিনিধি শিবপুর ইউনিয়নে মোহাম্মদ ইউনুছ জন্মগ্রহন করেন। তার জন্মদিনে বিভিন্ন রাজনৈতিক নেতা, সমাজ কর্মী ও সাংবাদিক বন্ধুরা জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান।
আলহাজ্ব মোহাম্ম ইউনুছ এর বর্ণাঢ্য জীবন : মোহাম্মদ ইউনুছ ১৯৮৫ সালে ভোলা সরকারি স্কুল থেকে প্রথম বিভাগ থেকে এসএসসি পাস করে পরে ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে ভোলা সরকারি স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৮৫ সালে শহর ছাত্রলীগের সভাপতি, ১৯৮৬ সালে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য, ১৯৮৭ সালে ঢাকা কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক, ১৯৮৯ সালে ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ১৯৯১ সালে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের (মাইনউদ্দিন হাসান চৌধরী-ইকবালুর রহিম) কমিটির সদস্য, ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং পানি সম্পদ মন্ত্রানায়লের পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম ও সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার কমিটির সদস্য, ১৯৯১ সালে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, এবং পরবর্তিতে ২০০৩ সালে ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর তিন ট্রাম নির্বাহি কমিটির সদস্য, (২০০৫ সাল থেকে জেলা আ’লীগের দুই বারের সফল সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভোলা সদর উপজেলা পরিষদের তৃতীয় বারের মত সফল নির্বাচিত জনপ্রিয় ভাইস চেয়ারম্যান হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সামাজিক সংগঠন সহ অন্যান্য সংগঠনের পরিচিতি, বি সি এস (ট্রাষ্টি বোর্ড) প্রতিবন্ধি স্কুলের চেয়ারম্যান, আঞ্জুমান মফিদুল ইসলাম এর ভোলা জেলা শাখার সহ-সভাপতি, জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ভোলা জেলা শাখার সহ সভাপতি, পশ্চিম ইলিশা পাঙ্গাশিয়া আলিম মাদ্রাসা পরিচারনা কমিটির, মফিজিয়া দাখিল মাদ্রাসা, সদুর চর দাখিল মাদ্রাসা পরিচালানা কমিটি, দক্ষিণ রতনপুর ফেরদাউস ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি, বাপ্তা চরপোটকা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিসহ ভোলা জেলা রেডক্রিসেন্টের আজীবন সদস্য, ভোলা সদর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সকলের কাছে সু-পরিচিত।