ব্রেকিংঃ

ভোলা জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে নানা আয়োজনে পালিত হল জাতয়ি শোক দিবস

এম রহমান রুবেল ॥
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালি, আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতা, কাঙ্গালি ভোজ, পুরস্কার বিতরনের আয়োজন করেছে ভোলা জেলা আওয়ামী লীগ। সকাল ৬টায় দলীয় কার্যালয়ের সামনে অর্ধ নমিত জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে ১১টার দিকে শোক র‌্যালি বের হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহমুদ, সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, এ্যাড: জুলফিকার আহমেদ, ভারপাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব, পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, সদর উপজেলা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমিক লীগের সম্পাদক শাহে আলম, যুগ্ম সম্পাদক মো: নাসির উদ্দিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সায়েম, যুগ্ন-আহবায়ক মুজাহিদুল ইসলাম, আবিদুল আলম সহ জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সকাল সাড়ে ৯টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাহিত্য সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।