ব্রেকিংঃ

শেখ হাসিনা বেচেঁ আছেন বলে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে – ভোলায় বানিজ্য মন্ত্রী

এম মইনুলএহসান/এম রাশেদুজ্জামান হ্যাভেন ॥
বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন শাহদাত বরন করলেও সেই দিন মহান আল্লাহর অশেষ রহমতে বেচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেচেঁ আছেন বলেই বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। স্বাধীনতা যুদ্ধেও সময়ের মানবতা বিরোধীদের বিচার হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় (২১আগষ্ট) গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।
এসময় তিনি আরো বলেন,বিএনপি ও জামাত-শিবির দেশটাকে পাকিস্তানের মত অকার্যকর বানানোর চেষ্টা করেছিল। আর সেই উদ্যোশেই তারা শেখ হাসিনার উপর হামলা চালিয়েছিল। তারা জানত শেখ হাসিনা বেচেঁ থাকলে দেশ এগিয়ে যাবে। তাই তারা এই নৃশংস ও নজিরবিহীন এ হামলা করে থাকে।
এসময় তিনি আরো বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাই আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করে এদের জবাব দিতে হবে।
ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভোলা পৌরমেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা,এ্যাড:জুলফিকার আহমেদ,এ্যাড: সৈয়দ আশরাফ হোসেন লাবু,যুগ্ন-সম্পাদক এনামুল হক আরজু,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস,যুবলীগের সাধারন সম্পাদক মো: আতিকুল ইসলাম,সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো: আবু সায়েম সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবিন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।