ব্রেকিংঃ

ভোলা ১নং মেধুয়া ইউনিয়নে গৃহবধু নুরজাহান বেগমের উপর নির্যাতন,

স্টাফ রিপোটার :

ভোলা দৌলতখান উপজেলাধীন মেধুয়া ইউনিয়িনের ১নং ওয়ার্ডের বাসিন্দা,নুরজাহান বেগম(৩০),স্বামী মোঃসামসুদ্দিন,তাহার নিজ বাবার বাড়িতে,৪ছেলেমেয়ে সন্তানের মা এবং তাহার পরিবার নিয়ে বসবাস করে আসছে,নিজ বাবার বাড়িতে বসবাসরত অবস্থায় অভিযুক্ত আসামিগন বিভিন্ন সময় অযথা কারনে মানুষিক এবং বিভিন্ন বহিরাগত সন্ত্রাসী দারা বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসত,তারই ধারাবাহিতায় গতকাল শুক্রবার দুপুর ৩টার সময়,নুরজাহান বেগমের উপর নির্যাতন ও হামলা চালায়,তাহার বসত বাড়ীর আংজ্ঞীনায় ময়লা স্তপ ফালানো কে ইস্যুকৃত টেনে,একই বাড়ির,মোঃমনির,পিতা,আমির হোসেন মেম্বার,মাইনুদ্দিন,পিতা,ঐ,মোঃ ফরহাদ,পিতা,মাইনুদ্দিন,মোঃরিপন,জিয়াসমিন বেগম,স্বামী মনির,নাজমা বেগম,স্বামী মাইনুদ্দিম,সর্ব সাং মেধুয়া ১নং ওয়ার্ড সবাই একই পরিবারের সদস্য,এছাড়া পূর্ব পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসী শাহিন,এবং সিদ্দিক সহ তাহার হাতে পায়ে রশির দারা বেধে বাড়ির উঠানে এলোপাথাড়ি কিল ঘুসি মারে এবং লাঠিদারা আঘাত করে শারিরীক নির্যাতন চালায়,একপর্যায় তাহার শ্লিলতাহানী করে, পরে বাড়ীর লোকজন এসে তাহাকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে প্রেরন করলে,সদর হাসপাতালের চিকিৎসক তাহাকে চিকিৎসা দিয়ে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করে,বর্তমানে ৭০নং বেডে চিকিৎসাধীন রয়েছে,তাহার শরিরের বিভিন্ন স্থানে,আঘাতের চিনহ লক্ষ্য করা যায় এবং তাহার দুইপায়ে বেধে রাখার চিনহ তথ্যসূত্র প্রমান পাওয়া যায়,যাহা জাহিয়ালিতির বর্বরতাকে হার মানায়। এব্যাপার স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার কে জিজ্ঞেস করলে,তিনি মামলা ও আইনানুগ বেবস্থা পরামর্শ দেন। ভোলা সদর থানার মামলার প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে মডেল থানার ওসি বিষয়টি সাংবাদিক অবহিত করেন ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।