ব্রেকিংঃ

আগামী প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে ভোলায় ধনিয়া প্রশিক্ষিত যুব সংঘ (প্রযুস) মাদক বিরোধী ব্যানার,বিলবোর্ড স্থাপন

মোঃ আরিয়ান আরিফ:

“মাদকের ভয়াবহতা রুখবে  আমাদের যুব সমাজ” এই স্লোগান কে সমানে রেখে ভোলার ধনিয়া প্রশিক্ষিত যুব সংঘ (প্রযুস) এর ধনিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ ই সেপ্টেম্বর) সকাল ১০ টায় সময় ধনিয়া ইউনিয়ন পারিষদ এর প্রাঙ্গণ থেকে বিলবোর্ড স্থানপনের কাজ শুরু করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ধনিয়া প্রশিক্ষিত যুব (প্রযুস) আহ্বায়ক হেলাল উদ্দিন মাষ্টার,সদস্যা সচিব মোঃ আরিয়ান আরিফ,প্রতিষ্ঠাতা মোঃ ইসমাইল, সক্রিয় সদস্য মোঃরাকিবুল আলম, সানজিদুল ইসলাম শুভ,মোঃ রাকিবুলহাসান,মোঃমহসিন,মোঃ জুয়লে,মোঃ বাপ্পি প্রমুখ।

এর আগে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি আমাদের দেশের যুবসমাজ তথা শিক্ষাঙ্গন যথা- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে।এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে দেশের শান্তি ও সমৃদ্ধির দ্বার রুদ্ধ হওয়ার পথে। দেশে বেকারত্বের করাল ছায়া বিদ্যমান। তরুণদের বড় সমস্যা বেকারত্ব। এই বেকারত্বের কারণে তাদের মধ্যে হতাশা  বিরাজমান এবং এই হতাশাই তাদেরকে মাদকাসক্তি তথা অন্যান্য অসামাজিক অপকর্মে লিপ্ত করছে।যুব সমাজকে বিভিন্ন গঠনমূলক ও বিনোদনমূলক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের আরো ব্যাপক ব্যবস্থা করতে হবে, যাতে তরুণ সমাজ অনায়াসে এসব কর্মকাণ্ডে মনোনিবেশ করতে পারে এবং হতাশাগ্রস্ত হওয়া থেকে মুক্তি পায়। এতে মাদক সেবনের মত ভয়াল থাবা ও সামাজিক অবক্ষয় থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব হতে পারে।এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।