ব্রেকিংঃ

ভোলার দৌলতখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ব-দ্বীপ ফোরামের সম্মাননা প্রদান

মোঃ আরিয়ান আরিফ :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভোলার দৌলতখানের অন্যতম শিক্ষক  দৌলতখান সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব ফরিদ উদ্দীন আহমেদ কে সম্মাননা প্রদান করা হয়।

সোমবার  (৮ই অক্টোবর) বিকাল ৪টায় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব-দ্বীপ ফোরাম এ সম্মাননা প্রদান করেন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিব শংকর দেন নাথ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়নের সহকারী প্রধান শিক্ষক হামিদ পারভেজ ।

এ সময় আরও উপস্থিত ছিলেন,দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়ার শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন সোহাগ,হালিমা খাতুন কলেজের লেকচার আব্দুল কাদের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার (বাঁধন),  ব-দ্বীপ ফোরাম ভোলা সদর শাখার সদস্য সচিবক হোসেন মুন্না,মোঃআরিয়ান আরিফ, মোঃরাকিবুল আলম, মোঃ আরিফ ব-দ্বীপ ফোরাম দৌলতখান শাখার আহ্বায়ক মোঃমিরাজ হোসেন,সদস্য সচিব মোঃ আওলাদ হোসাইন,বোরহানউদ্দিন আহ্বায়ক মোবাশ্বের হোসেন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক প্রমুখ।

প্রসঙ্গত, সারা বিশ্বে আজ শুক্রবার ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হচ্ছে। ইউনেসকো এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘শিক্ষার অধিকার মানে হচ্ছে, যোগ্যতাসম্পন্ন শিক্ষক পাওয়ার অধিকার’। এর মাধ্যমে বিশ্বব্যাপী সব মানুষকে এটাই বলা হচ্ছে যে শিক্ষার অধিকার প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক পাওয়ার অধিকার ছাড়া অর্জন করা সম্ভব নয়।

শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পালন করা হয়। এ বছর সংস্থাটির সদস্যভুক্ত ১০০ দেশে ৪০১টি শিক্ষক সংগঠন দিবসটি উদ্যাপন করছে।

বিশ্বের সব শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেসকোর ডাকে এ দিবসটি পালন হয়ে থাকে। ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস।

উল্লেখ্য, ব-দ্বীপ ফোরাম ২০১১ সালের (১১ জানুয়ারি) প্রতিষ্ঠা করা হয়। এ সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে ভোলার শিক্ষাঙ্গনসহ বিভিন্ন দিক উন্নয়নে কাজ করে আসছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।