ব্রেকিংঃ

রুহিতা এ রহমানিয়া মাদরাসায় ভিপি তছিরের স্মরণে দোয়া মাহফিল

এম মইনুল এহসান ॥
ভোলা সরকারী কলেজের সাবেক ভিপি ও ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি তছির আহমদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে দক্ষিন রুহিতা এ রহমানিয়া দাখিল মাদরাসা । রবিবার সকালে আলীনগর ইউনিয়নের গাজি চৌমুহনি এলাকার রুহিতা এ রহমানিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে মরহুম ভিপি তছির আহমদের বড় ভাই আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ও মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি বশির আহমদের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার আবদুর রহিম , পশ্চিম আলীনগর পাতাবুনিয়া মাদরাসার মোহতামিম মাও:আহমদুল্লাহ তাহেরী , বীরশেষ্ঠ মোস্তফা কামাল কলেজের অধ্যক্ষ মো: সেলিম , দক্ষিন আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেসবাহ উদ্দিন আহমেদ নবী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাও: একেএম মুসা কালিমুল্লাহ। এছারাও মরহুমের স্মৃতিচারণ করে আরো বক্তব রাখেন মাদরাসার সহকারী সুপার মাও: আমিরুল ইসলাম, সহকারী মৌলবি মাও:ওমর ফারুক, মাও: মাকসুদুর রহমান , মাও: আবদুল মতিন ,সাংবাদিক এম মইনুল এহসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক শাহ নেওয়াজ খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেনীর শিক্ষার্থী মো: ইমদাদুল ইসলাম । নাতে রাসুল ও স্মৃতি মুলক সঙ্গিত পরিবেশন করেন ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মো:হাসিব। দোয়া মুনাজাত পরিচালনা করেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও: আবুল বাশার আবদুর রহিম।
স্মরণ সভায় বক্তরা বলেন , ভিপি তছির আহমেদের জানাজায় হাজার হাজার জনগন অংশ গ্রহন করার মধ্য দিয়ে প্রমান হয় তিনি কতটা জনপ্রিয় ছিলেন। তিনি ছাত্র জীবনে ভোলা সরকারী কলেজের পরপর ২ বার ভিপি হয়েছিলেন । সদা সদ আলাপী তছির আহমেদ ছাত্র জীবন থেকেই তিনি নিজেকে পরোপকারে নিয়োজিত ছিলেন । আজ তছির আহমদ নেই কিন্তু তার ফেলে রাখা স্মৃতি আজো বিরাজমান । মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন মরহুমের জীবনের সকল গুনাহ মাফ করে তাকে জান্নাত নসিব করেন ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।