ব্রেকিংঃ

নরসিংদীর লোকমান হত্যা মামলার পলাতক আসামি মোবা গ্রেফতার

জনতার বানী ডেক্স :
বহুল আলোচিত নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার একমাত্র পলাতক আসামি মোবারক হোসেন মোবা ধরা পড়েছে। হত্যাকাণ্ডের দীর্ঘ ৭ বছর পর বিদেশ থেকে দেশে ফেরার খবর পায় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাত ১১টায় তাকে ঢাকার ডিওএইচএস থেকে গ্রেফতার করেছে। তার সাথে গ্রেফতার হয়েছে একাধিক অন্য মামলার পলাতক আসামি সাবেক ছাত্রলীগ নেতা লেনিন।
গোয়েন্দা পুলিশের এসআই রুপন কুমার সরকার জানান, মেয়র লোকমান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মামলার এজাহার অনুযায়ী সে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর গত ২৫ অক্টোবর সে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসে। উদ্দেশ্য ছিল তার একটি জমি বিক্রি করা।
এসআই রুপন আরো জানান, মেয়র লোকমান হত্যাকাণ্ডের সপ্তাহকাল আগে বিদেশ চলে যায়। দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পলাতক থাকার পর সে মালয়েশিয়া গিয়ে আশ্রয় নেয়। এতদিন তিনি মালয়েশিয়াতে পলাতক হিসেবে আত্মগোপনে ছিলেন। পুলিশ সবসময় তার ওপর নজর রাখছিল। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে রেহানুল ইসলাম ভূইয়া লেলিন নামের আরেকজনকে আটক করা হয়েছে। তিনিও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদী হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এর মধ্যে এক আসামি মোবারক হোসেন মোবা বিদেশে পলাতক ছিলেন। মামলা তদন্ত শেষে পুলিশের জমা দেওয়া অভিযোগপত্রে মোবারককে হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।