ব্রেকিংঃ

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ; গাড়িতে আগুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি চলছে।

আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষে এ পর্যন্ত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের শোডাউনে দুই কর্মীর ওপর পুলিশ লাঠিচার্জ করার পরই সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে। পুলিশও তাদের পাল্টা ধাওয়া করে লাঠিপেটা করে। নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিও ছোড়ে পুলিশ।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ভিড় করা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সংঘর্ষে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের পাথর ছুড়তে দেখা যায়। বিক্ষুব্ধ নেতাকর্মীদের ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করেছে।

এদিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি পুলিশের গাড়িসহ কয়েকটি প্রাইভেট কার ও হোন্ডায়ও আগুন ধরিয়ে দিয়েছে। টায়ার পোড়ানোসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সংঘর্ষস্থলে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।