ব্রেকিংঃ

মুশফিককে ওপরে আনতে চায় না টিম ম্যানেজমেন্ট

জনতার বাণী ডেক্স।।

বাংলাদেশ দলের অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। টেস্টে ৫-৬ নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা মুশফিককে আরও ওপরে খেলানো হলে তিনি ভালো করবেন। এতে দলের জন্যও ভালো হবে।

শুক্রবার ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকের ওপরে ব্যাটিং করা প্রসঙ্গে বলেন, ‘এটা আসলে দুভাবে নেওয়া যেতে পারে। একটা হচ্ছে, আপনি জানেন একজন নির্দিষ্ট পজিশনে ভালো খেলে। ওই জায়গাতে টিম ম্যানেজমেন্ট বেশি চেঞ্জ করতে চায় না। যে জায়গাগুলোতে সমস্যা আছে ওখানে নতুন কেউ এসে গ্যাপ পূরণ করবে ওই রকমই আশা থাকে।’

সাকিব আরও বলেন, ‘এ কারণে আমরা খুব বেশি একটা জায়গায় পরিবর্তন করতে চাই না। এ জায়গায় সফল হয়েছে অন্য জায়গায় সফল হবেন তার গ্যারান্টিও নেই। এ পরিবর্তনগুলো আমিও চাই না। আমি বরং চাইব নতুন কেউ এসে নতুন জায়গা দখল করে নেক। ওই জায়গাগুলো পূরণ করে দিক যাতে আমাদের সমস্যা আরও কমে আসে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।