ব্রেকিংঃ

জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ নারী হকি দল

এক ম্যাচ হাতে রেখেই নারী প্রীতি হকি সিরিজ জিতে নিয়েছে ঢাকা একাদশ।

আগের দিন ২-০ গোলে জয়ী বাংলাদেশ নারী হকি দল সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে কলকাতা ওয়ারিয়র্সকে হারায়।

বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত

ম্যাচে স্বাগতিক দলের জোয়ায়রিয়া ফেরদৌস জয়িতি, নাদিরা ও নমিতা কর্মকার একটি করে গোল করেন। শনিবার সিরিজের শেষ ম্যাচ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।