ব্রেকিংঃ

ভোলার লালমোহনে সাবেক ছাত্রদলের নেতার হাতের রগ কাটল দুবৃত্তরা

এম মইনুল এহসান ॥
ভোলার লালমোহন উপজেলায় কালমা ইউনিয়নের সাবেক ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ও ফ্রস কোম্পানির র্স্টাফ মোঃ শাহিনের (২৮) উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা কুপিয়ে তার ডান হাতের আঙ্গুলের রগ কেটে দেয় । গতকাল শুক্রবার রাতে কোম্পানির কাজে লালমোহনে বাজারে যাওয়ার পথে হাসপাতালের ব্রীজের উপর গেলে ৭ থেকে ৮ জন সন্ত্রাসীতাকে বেধরক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে তার ডান হাতের রগ কর্তন করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর দেখে কর্তবরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে লালমোহন হাসপাতালো ব্রীজের উপর।
শনিবার সকালে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন শাহিন জানান, তিনি রাজনীতির পাসাপাসি দীর্ঘদিন ধরে ফ্রেস কোম্পানিতে চাকরি করেন। রাতে লালমোহনে বাজারে যাওয়ার পথে হাসপাতালের ব্রীজের উপর গেলে ৭ থেকে ৮ জন সন্ত্রাসীতাকে বেধরক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে আমার হাতের রগ কেটে দেয় । এঘটনার জন্য আহত শাহিন স্থানীয় শ্রমিক লীগ নেতা জাকির পঞ্জায়েতকে দায়ী করলেও এ ব্যাপারে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার ৩ দিন ধরে ডায়েরিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।
এ ব্যাপারে ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত ডা: ফয়েজউল্্যাহ জানান, আহত শাহিনের ডান হাতের আঙ্গুলের একটি রগ কাটা গেছে বলে তিনি নিশ্চিত হয়েছেন।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, তিনি ঘটনা শুনেছেন। তবে এব্যাপারে এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।